বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের বিএনপি নেতা ও তার সন্তানকে আসামি করার অভিযোগ উঠেছে। আব্দুল বারেক নামের ওই বিএনপি নেতার পরিবার সংবাদ সম্মেলন করে নিজেদের নির্দোষ দাবি করে, বিষয়টি সুষ্ঠ তদন্ত চান।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এমন দাবি জানান রূপগঞ্জের তারাব পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক আব্দুল বারেক ও তার পরিবারের সদস্যরা।
সংবাদ সম্মেলনে বারেক জানান, তার ছেলে মুড়াপাড়া সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র ইয়ামিনকে এ মামলায় আসামি করা হয়েছে। মামলার অপর আসামি করা হয়েছে বিএনপি নেতা জাহাঙ্গীর আলমকে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বছর স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে ছাত্র আন্দোলনের সময়ে ঢাকার রামপুরায় একটি মারামারির ঘটনায় ২৫ সেপ্টেম্বর শেখ হাসিনাকে প্রধান আসামী রেখে আমার ছেলে ইয়ামিন প্রধানকে ২৫ নম্বর আসামী করা হয়েছে। কিন্তু আমার ছেলে একজন সাধারণ শিক্ষার্থী। সে কখনও কোন রাজনৈতিক দল কিংবা সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত ছিল না। কোনো পূর্ব শত্রুতা জেরে মামলায় তাদের নাম দেওয়া হয়েছে বলে সম্মেলনে দাবি করা হয়।
মামলার বাদিকে কখনো দেখিনি জানিয়ে প্রধান উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কাছে তদন্তের মাধ্যমে এ মামলা থেকে রেহাইয়ের আবেদন জানিয়েছেন রূপগঞ্জের ওই বিএনপি নেতা।
সংবাদ সম্মেলনে ইয়ামিন প্রধানের মা রুজিনা বেগম, বোন তাসমিমা জাহানও উপস্থিত ছিলেন।
কেকে/এজে