নাটোরের বাগাতিপাড়ার জয়ন্তীপুর গ্রামে বিয়ে বাড়িতে গান বাজানোর জেরে মারপিটের পর বাসর ঘর ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত আব্দুল আওয়াল শাহকে গ্রাম্যবিচারে ৩৫ হাজার টাকা জরিমানা ও জুতাপেটা করা হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত গ্রাম্য বিচারে এ সিদ্ধান্ত বাস্তবায়ন হয়। এর আগে, শুক্রবার রাতে ওই গ্রামে বাসর ঘর ভাঙচুর ও মারপিটের ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার সকালে জয়ন্তীপুর গ্রামের মিন্টু আলী শাহের ছেলে আরাফাত শাহ (২১)-এর বিয়ে হয় পাশের লালপুর উপজেলার ওয়ালিয়া ছোটময়না গ্রামের আব্দুল মজিদের মেয়ের সাথে। বিয়ের আগের দিন থেকে ওই উৎসব উপলক্ষে তরুণ স্বজনরা সাউন্ডবক্সে গান বাজানোর পাশাপাশি নাচানাচি করছিল। নববধূসহ বরযাত্রী বাড়ি ফেরার পর তরুণ স্বজনরা আবারো সাউন্ডবক্সে উচ্চ শব্দে গান বাজাতে থাকলে বরের চাচা আব্দুল আওয়াল শাহ্ বরের বাবাসহ সকলকে উচ্চ শব্দে গান বাজাতে নিষেধ করেন।
সে সময় সময় সাউন্ড কমিয়ে গান বাজালেও রাত সাড়ে ১০টার দিকে বরের চাচা আওয়াল শাহ্, তার ছেলে ও অনুসারীরা বাড়িতে এসে ভাতিজাকে মারধর করেন। এরপর তাকে বের করে দিয়ে বাসর ঘর ভাঙচুর চালানো । এতে বাধা দিতে এলে বরের মা ও নানিসহ কয়েকজনকে মারধর করেন তারা।
স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, ওই মীমাংসায় সাবেক ইউপি মেম্বর জলিল, গ্রাম প্রধান রব হাজীসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সালিশের রায়ে আওয়ালকে ৫টি জুতার বাড়ি ও ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বরের বাবা মিন্টু আলী শাহ জানান, ওই টাকার মধ্যে বাসর ঘরের ক্ষতি ও বরের নানির চিকিৎসা বাবদ ১০ হাজার টাকা রেখে ২৫ হাজার টাকা জয়ন্তীপুর মাদ্রাসায় দিয়ে দেবেন।
কেকে/এএম