উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। তাই ভারত ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে পাকিস্তানের কাছে।
সেমিফাইনালের সমীকরণ মেলাতে এই ম্যাচে জয় বাধ্যতামূলক ছিল। কিন্তু ভারতের কাছে ৬ উইকেটে হারতে হয়েছে পাকিস্তানকে। এতে কাগজে-কলমে টিকে রইলেও পাকিস্তানের বিদায় অনেকটায় নিশ্চিত হয়ে গেছে। নিউজিল্যান্ড পরের দুই ম্যাচের একটিতে জয় পেলেও কাগজে-কলমে বাদ পড়বে পাকিস্তান। এদিকে টানা দুই জয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রাখছে ভারত।
রোহিত শর্মা ও শুভমান গিলের উদ্বোধনী জুটিতে শুরুটা ভালো পায় ভারত। তবে শাহিন আফ্রিদির দুর্দান্ত ইয়র্কারে ২০ রানে বোল্ড হন রোহিত। এরপর গিলও ৪৬ রান করে আবরার আহমেদের বলে বোল্ড হন।
কোহলির সঙ্গে চারে নামা শ্রেয়াস আইয়ারের ১১৪ রানের জুটিই ভারতের জয়ের ভিত গড়ে দেয়। আইয়ার ৫৬ রান করে খুশদিলের বলে ক্যাচ দেন। হার্দিক পান্ডিয়া ৬ বলে ৮ রান করে ফিরে গেলেও, কোহলি ও অক্ষর প্যাটেল ম্যাচ শেষ করে আসেন।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে বাবর আজম ও ইমাম উল হক ভালো শুরুর ইঙ্গিত দিলেও, হার্দিকের বলে ২৩ রানে ক্যাচ দিয়ে ফেরেন বাবর। ইমামও ১০ রান করে রান আউট হন। এরপর রিজওয়ান ও সাউদ সাকিল ১০৪ রানের জুটি গড়েন, তবে তারা রান তুলতে বেশ ধীরগতির ছিলেন। সাকিল ৬২ ও রিজওয়ান ৪৬ রান করে আউট হন।
পাকিস্তানের মিডল অর্ডার ব্যর্থ হয়, শেষ দিকে খুশদিলের ৩৮ রানের ইনিংসে ২৪১ রানের সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। ভারতের হয়ে কুলদীপ যাদব ৩টি ও হার্দিক ২টি উইকেট নেন।
কেকে/এজে