নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ইশারা ভাষা বিষয়ক কর্মশালা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট রুমি ভবনে এই কর্মশালার আয়োজন করে।
‘এনএনটিইউ সোসাইটি ফর দি ডিজবল’। কর্মশালার প্রতিপাদ্য ছিল ‘এক ভূবনে এক ভাষা, চাই সার্বজনীন ইশারা ভাষা’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক মোহাম্মদ নিজাম উদ্দিন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও সংগঠনটির উপদেষ্টা রুবাইয়ান আসিফ এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নোয়াখালীর মাইজদী শাখার ব্যবস্থাপক লুৎফর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. হানিফ মুরাদ এনএসটিইউ সোসাইটি ফর দি ডিজেবল এর এই উদ্যোগকে সাধুবাদ জানায়। তিনি বলেন, ‘সংগঠনের যেকোনো প্রয়োজনে সরাসরি আমার কাছে আসতে পারেন। আমি ব্যক্তিগতভাবে এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের আর্থিক সহযোগিতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্ববিদ্যালয় প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা আরও সহজ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।’
কেকে/ এমএস