সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫,
১২ ফাল্গুন ১৪৩১
বাংলা English

সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: ১০৩ পুলিশ কর্মকর্তার পদক বাতিল      তুরস্কের রাজনীতিতে যোগ দিলেন জার্মানি ফুটবলার ওজিল      কক্সবাজারে বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা      দেউলিয়া হওয়ার পথে ৫০ শতাংশ ভারতীয়        নিজেকে কারাগারে পাঠানোর আর্জি, জামায়াত আমিরের      ১৬ বছর পর আবারও সম্প্রচারে আসছে চ্যানেল ওয়ান      পদত্যাগ করতে রাজি জেলেনস্কি      
গ্রামবাংলা
মেয়ের জামাইয়ের প্রতারণার শিকার বয়োবৃদ্ধা নারী
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৪৭ এএম আপডেট: ২৪.০২.২০২৫ ১১:৫৭ এএম  (ভিজিটর : ৩৪)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বৃদ্ধা আনোয়ারা খাতুনের বাড়িতে যেয়ে দেখা যায়, একটি ঘরের কোণে খাটের এক পাশে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন এ বয়োবৃদ্ধা নারী। পাশেই পক্ষাঘাতগ্রস্ত স্বামীর নিথর দেহ। দীর্ঘ ১৮ মাস ধরে এভাবেই বিছানায় পড়ে আছেন।

কাছে যেতেই উঠে দাঁড়ালেন বৃদ্ধা আনোয়ারা খাতুন। সাংবাদিক পরিচয় পেয়ে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে উঠলেন।  মনে হলো যেন আচমকা মাটি থেকে আরশ পর্যন্ত কেঁপে উঠছে এক মায়ের আর্তনাদে। মেয়ের জামাইয়ের প্রতারণার শিকার হয়ে অর্ধকোটি টাকার জমি হারিয়েছেন। সেই শোকে এখন তিনি পাগলপ্রায়। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জয়পুর নামক গ্রামে।

তিনি বলতে শুরু করলেন, আমার সহজ সরল একটা মাত্র ছেলে ও ছয় মেয়ের মা আমি। দীর্ঘ আঠারো মাস ধরে অসুস্থ স্বামীর সেবা করে যাচ্ছি। আমি নিজেও অসুস্থ্য। এই অবস্থায় আমার কাছ থেকে প্রতারণা করে আমার মেয়ের (জয়তুন্নেছার) জামাই সোহাগ মিয়া বাড়ির সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের পাশে জয়পুর মৌজায় প্রায় অর্ধ কোটি টাকার জমি লিখে নিয়েছে।

জমিটি আমার স্বামীর নামে ছিল। ছলনার ফাঁদে ফেলে জমিটি প্রথমে আমার নামে পরে আমার মেয়ে জয়তুন্নেছার নামে এবং পরবর্তীতে প্রতারক জামাই সোহাগ তার নামে লিখে নেয়। আমি দুবার হজ করেছি বাবা আমি মিথ্যা বলব না। (আবার ডুকরে কেঁদে ওঠেন)।

কিছুটা নিয়ন্ত্রণ নিয় আবার বলতে শুরু করেন, আমার এক ছেলে ও অন্য ৫ মেয়েকে ঠকিয়ে প্রতারণার আশ্রয় নিয়ে সোহাগ ওই কাজ করেছে। আমার জমি আমি ফেরত চাই। যেখানে আমার স্বামীর চিকিৎসার খরচ মিটাতে পারছি না সেখানে কী করে ওই প্রতারক অর্ধকোটি টাকার জমি নিয়ে নেয়। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। বিভিন্নজন বাড়িতে এসে জমি দখল নেওয়ার জন্য হুমকি দেয়। (আবার কান্না) আমার ঘুম নেই খাওয়া নেই, আমি পাগল হয়ে যাচ্ছি। আমার কিছু হলে সোহাগ এটার জন্য দায়ী থাকবে।

প্রতারণার বিষয়ে জানতে চাইলে জামাতা সোহাগ মিয়া বলেন, আমি কোনো প্রতারণা করে জমি লিখে নিইনি। তিনি স্ব-ইচ্ছায় ৮ শতক জমি তার মেয়েকে লিখে দিয়েছেন। আবার কেন জমি ফেরত চেয়ে মামলা করেছেন সেটা আমি জানি না। আমি আমার জায়গা অন্যত্র বিক্রয় করে দিয়েছি। জমির মূল্য কত এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ৫০-৬০ লাখ টাকা হবে।

কেকে/এএস
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সীতাকুণ্ডে হুমকির পর গাছে ঝুলিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি
বিএনপির কার্যালয় ভাঙচুরের মামলায় গ্রেফতার ২
১০৩ পুলিশ কর্মকর্তার পদক বাতিল
সমাবেশ সফল করতে মির্জাগঞ্জে বিএনপির প্রস্তুতি সভা
তুরস্কের রাজনীতিতে যোগ দিলেন জার্মানি ফুটবলার ওজিল

সর্বাধিক পঠিত

পুত্র সেজে ভাতিজা তোলেন মুক্তিযোদ্ধা ভাতা, জড়িত ইউপি সচিব
আম্পায়ারের ভুল সিদ্ধান্তে পাবিপ্রবির ক্রিকেট ফাইনাল বন্ধ
শ্রীমঙ্গলে সাতপীরের ভুয়া মাজার নিয়ে প্রতারণার অভিযোগ
শ্রীমঙ্গলে লাইব্রেরি ও শিশু উদ্যান দখলমুক্ত করার দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম
ভাতিজার বাসর ঘর ভাঙায় চাচাকে জুতাপেটা

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝