কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাওয়াতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার লক্ষ্মীপুর বাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত দাওয়াতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার আমির অধ্যাপক মো. রমজান আলী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক কাজী মুহাম্মদ সাইফুল্লাহ, সহকারী সেক্রেটারি লেখক ও সাংবাদিক শামসুল আলম সেলিম, জামায়াতে ইসলামী ভৈরব উপজেলা শাখার আমির ভৈরব-কুলিয়ারচর সংসদীয় আসনের সম্ভাব্য এমপি প্রার্থী মাও. কবির হোসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখার আমির মাও. মো. রফিকুর রহমান ও কুলিয়ারচর শাখার সাবেক আমির বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট সৈয়দ মুহিউদ্দিন।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন শাখার সভাপতি সাকিল আহমদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা শুরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখার নায়েবে আমির মাও. মুহাম্মদ মাহবুবুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভৈরব উপজেলা শাখার সেক্রেটারি মাও. আব্দুল মতিন ও কুলিয়ারচর উপজেলা শাখার সেক্রেটারি মাও. মসিউর রহমান (মহসিন), সালুয়ার ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মাও. অলিউর রহমান (মারুফ) সহ গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন শাখার নেতাকর্মীরা।
সভা পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি মাও. মো. মিজানুর রহমান। দাওয়াতি সভা শেষে লক্ষ্মীপুর বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন শাখা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী।
কেকে/এএস