যশোরের কেশবপুরে পাঁজিয়া বইমেলা উদযাপন পরিষদের তৃতীয় দিনের আলোচনা সভায় বক্তারা বলেন বই মানুষের মনের ক্ষুধা মেটায়।
রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে যশোরের কেশবপুরে পাঁজিয়া বইমেলা স্থলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বইমেলা উদযাপন কমিটির উপদেষ্টা ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান মাস্টার মকবুল হোসেন মুকুল-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মো. আসাদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর থানার ওসি তদন্ত খান শরিফুল ইসলাম, পাঁজিয়া ডিগ্রি কলেজ প্রদর্শক সুব্রত বসু কঙ্কন, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) উজ্জ্বল ব্যানার্জী, ফেনী জেলার লস্কারহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গৌতম রায়, কবি দীপক বসু বাবু, কবি প্রনব মণ্ডল মানব, স্বাগত বক্তব্য রাখেন মেলা কমিটির সভাপতি এম এ হালিম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক সিদ্দিকুর রহমান, জয়নাল হোসেন জয়, মাসুদুজ্জামান মাসুদ ও জাহাঙ্গীর আলম। বইমেলায় প্রধান অতিথির হাতে লেখক ও সাংবাদিক সিদ্দিকুর রহমানের লেখা আধ্যাত্মিক সাধক গোলাম আলী ফকির ও ইতিহাসে কেশবপুর দুটি বই তুলে দেন।
কেকে/এএস