পটুয়াখালী জেলা বিএনপির সমাবেশ উপলক্ষ্যে মির্জাগঞ্জ উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে মির্জাগঞ্জ উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সমাবেশে ব্যাপক জনসমাগম ঘটনোর প্রস্তুতি নেওয়া হয়।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলালের উপস্থিতিতে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) পটুয়াখালীতে জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হবে।
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাহাবুদ্দিন নান্নুর সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আহসান উল্লাহ পিন্টু সিকদার, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোবারক আলী মুন্সি, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক সুজন সিকদার, মহিলাবিষয়ক সম্পাদক সুলতানা জাহান মেরী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাসির উদ্দিন হাওলাদার প্রমুখ।
এছাড়াও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের, ইউনিয়ন বিএনপির সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কেকে/এএস