গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে জেলা শহরের রেলগেট থেকে তাদের গ্রেফতার করা হয়। আজ সোমবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের (বহিষ্কৃত) উপদপ্তর সম্পাদক মাসুদ রানা (৫০)। তিনি সদর উপজেলার বল্লমঝাড় মাঠেরপাড় এলাকার মৃত মোখলেছুর রহমানের ছেলে ও নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের সহসভাপতি খন্দকার তানভীর আহমেদ (২৭)। তিনি শহরের সদর হাসপাতাল রোডের খোকা মিয়ার ছেলে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর ইসলাম তালুকদার বলেন, জেলা বিএনপি কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।
কেকে/এএস