‘আমরা এখন যা বলি তা করতে হবে, তা না হলে মাইরের পর লাশ গাছে ঝুলিয়ে রাখা হবে’ । এমন হুমকির পর তা বাস্তবায়ন করার ঘটনা ঘটেছে। মারধর করে আবুল কালাম নামে এক ব্যক্তির লাশ গাছে সঙ্গে ঝুলিয়ে দিয়েছে। হুমকির পর গাছে ঝুলিয়ে হত্যা করার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সীতাকুণ্ড উপজেলার সলিমপুর আবাসিক এলাকায় সকালে গাছে দড়ি দিয়ে ঝুলানো অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করে।
সীতাকুণ্ড থানার ওসি মুজিবুর রহমান জানান, আমরা গলায় দঁড়ি পেচানো আবুল কালামের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠিয়েছি। ময়নাতদন্তের পর জানা যাবে হত্যা না আত্মহত্যা। লাশ ময়নাতদন্ত না করে দাফনের জন্য দেনদরবার করার চেষ্টা করা হয়েছিলো বিষয়টি তিনি জানেন কিনা বললে এ বিষয়ে তার জানা নেই বলে জানান।
কেকে/এআর