বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে কমিটি থেকে পদত্যাগকারী নেতাকর্মীরা।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১টা মিনিটের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানরা এলাকায় অবরোধ গড়ে তোলেন আন্দোলনকারীরা।
এ সময় তারা এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে বেলা ২টার দিকে তারা ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেয় এবং কমিটি বাতিলের দাবি জানান।
আন্দোলনকারীরা জানান, গত ২০ ফেব্রুয়ারি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং সদস্য সচিব আরিফ হোসেন সাক্ষরিত ৪২১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি অনুমোদন করা হয়।
তবে, গুরুত্বপূর্ণ পদে আন্দোলনের সাথে জড়িতদের বাদ দিয়ে ছাত্রলীগের সাথে জড়িত অন্তত ২০ জনকে কমিটিতে রাখা হয়েছে, যা আন্দোলনকারীদের দাবি অনুযায়ী বৈষম্যমূলক।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে এই কমিটি বাতিল না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার প্রস্তুতি নেবেন তারা।
কেকে/এএম