বাগেরহাট সদর উপজেলার ৭টি মাধ্যমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দুদকের বাগেরহাট সমন্বিত জেলা কার্যালয়ে যদুনাথ স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ওই উপকরণ তুলে দেন।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহায়তায় আয়োজিত অনুষ্ঠানে সততা চর্চায় উৎসাহিত করতে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন দুদক ও শিক্ষা কর্মকর্তা।
যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত বাগেরহাট জেলা কার্যালয়ের উপপরিচালক মোহা. মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সেখ সাকির হোসেন, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সদস্য সরদার ইনজামামুল হক, সুমন দাস, যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক তুষার কান্তি দাস, বিভিন্ন স্কুলের শিক্ষক, সাংবাদিক প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ হিসেবে স্কুল ব্যাগ, ছাতা, টিফিন বক্স, জ্যামিতি বক্স, পানির বোতল, স্কেল ও খাতা বিতরণ করা হয়।
কেকে/এএম