সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫,
১২ ফাল্গুন ১৪৩১
বাংলা English

সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: ১০৩ পুলিশ কর্মকর্তার পদক বাতিল      তুরস্কের রাজনীতিতে যোগ দিলেন জার্মানি ফুটবলার ওজিল      কক্সবাজারে বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা      দেউলিয়া হওয়ার পথে ৫০ শতাংশ ভারতীয়        নিজেকে কারাগারে পাঠানোর আর্জি, জামায়াত আমিরের      ১৬ বছর পর আবারও সম্প্রচারে আসছে চ্যানেল ওয়ান      পদত্যাগ করতে রাজি জেলেনস্কি      
রাজধানী
কব্জিকাটা গ্রুপের আরো ৮ সদস্য গ্রেফতার
নিজাম উদ্দিন, মোহাম্মদপুর (ঢাকা)
প্রকাশ: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৫৫ পিএম  (ভিজিটর : ৪৫)
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

রাজধানীর মোহম্মদপুরের কব্জিকাটা গ্রুপের অন্যতম প্রধান সহযোগী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং লিডার মো. বাবু খান ওরফে টুন্ডা বাবু এবং কব্জিকাটা আনোয়ারের অন্যতম প্রধান সহযোগী মো. রফিকুল ইসলাম রানা ওরফে রিফাত ওরফে রাফাতসহ ৮ জন সদস্যকে মাদক ও বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব ২

সাম্প্রতিক সময়ে র‌্যাব ২-এর অভিযানে রাজধানীর মোহাম্মদপুর এলাকা হতে জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি ও সন্ত্রাসী ভূইয়া সোহেল ওরফে বুনিয়া সোহেল, মাদক ব্যবসায়ী চুয়া সেলিম গ্রুপের প্রধান মো. সেলিম আশরাফী ওরফে চুয়া সেলিম ওরফে চোরা সেলিম এবং রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী কব্জিকাটা গ্রুপের প্রধান মো. আনোয়ার ওরফে কব্জিকাটা আনোয়ারকে তাদের সহযোগীসহ গ্রেফতার করা হয়। এরই ধারাবাহিকতায়, মোহাম্মদপুর কেন্দ্রিক সকল সন্ত্রাসী গ্রুপের মূল উৎপাটন করার লক্ষে র‌্যাব ২ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।  

গতকাল ২৩ ও ২৪ ফেব্রুয়ারি রাজধানীর মোহম্মদপুরের কব্জিকাটা গ্রুপের অন্যতম প্রধান সহযোগী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং লিডার মো. বাবু খান ওরফে টুন্ডা বাবু (৩১) ও কব্জিকাটা আনোয়ারের অন্যতম প্রধান সহযোগী মো. রফিকুল ইসলাম রানা ওরফে রিফাত (২৭) ও কব্জিকাটা গ্রুপের ৬ সদস্য সাকিব মৃধা (২২), মো. রিয়াজ সরদার (২১), মো. শাকিল (২৫), মো. মনিরুল হাসান ওরফে গুটি হাসান (২৫), মো. সুমন হক (২৪) ও মো. লামিম (২০) কে ইয়াবা, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ ঢাকা জেলার সাভার থানাধীন হেমায়েতপুর ও মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে পৃথক অভিযানে গ্রেফতার করেছে র‌্যাব ২।

উদ্ধার করা বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রের মধ্যে ৪টি সামুরাই, ৪টি চাপাতি, ২টি ছুরি, ২টি চাইনিজ কুড়াল, ২টি হাতুড়ি, ৪৫০ পিচ ইয়াবা, নগদ ৬,৭৬,৯০০ টাকা (ছয় লক্ষ ছিয়াত্তর হাজার নয়শত), ও ১টি মাদকদ্রব্য পরিমাপ করার ডিজিটাল স্কেল, ১৩টি বিভিন্ন ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড মোবাইল ও ৪টি বাটন মোবাইল।

র‍্যাব জানান, গ্রেফতারকৃতরা কব্জিকাটা গ্রুপের অন্যতম প্রধান সহযোগী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং লিডার মো. বাবু খান ওরফে টুন্ডা বাবুকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রাজধানীর বিভিন্ন এলাকায় সে ও তার গ্যাংয়ের লোকজন মাদক ব্যবসার সাথে জড়িত।

এ ছাড়া গ্রেফতারকৃত টুন্ডা বাবু মোহাম্মদপুর এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যদের নিয়ে চাঁদাবাজি, ছিনতাই, ভূমি দখলসহ বিভিন্ন অপরাধে জড়িত।

র‍্যাব আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. রফিকুল ইসলাম রানা ওরফে রাফাত জানায়, ঢাকায় সে গাড়ির হেলপার হিসেবে কাজ করে। পরবর্তীতে একটি প্রতিষ্ঠানে চাকুরি করার সময় আনোয়ার ওরফে কব্জিকাটা আনোয়ারের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে এবং আনোয়ার ওরফে কব্জিকাটা আনোয়ারের অন্যতম সহযোগী হিসেবে পরিচিত হয়। সে কব্জিকাটা আনোয়ারের নির্দেশে মোহাম্মদপুর ও পার্শ্ববর্তী  এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা, ভূমি দখল, চুরি-ছিনতাই, ডাকাতি, হত্যাসহ বিভিন্ন সস্ত্রাসী কার্যক্রম পরিচালনা করত। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, হত্যাচেষ্টাসহ বিভিন্ন অপরাধে ৫টি মামলা রয়েছে বলে জানা যায় এবং সে বিভিন্ন মেয়াদে একাধিকবার কারাভোগ করে। সাধারণত দিনের বেলায় তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিভিন্ন এলাকায় কম জনসমাগমপূর্ণ স্থানে পথচারীদের জিম্মি করে নগদ অর্থ, মোবাইল, ল্যাপটপ, ভ্যানিটি ব্যাগ ইত্যাদি মূল্যবান সামগ্রী ছিনতাই করে এবং রাত গভীর হলেই বাসা বাড়ি, ফ্লাটে ও গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে সর্বস্ব লুটে নেয়।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি শ্যামলী হাউজিং ২নং প্রজেক্টে টুন্ডা বাবুকে সামুরাই ও ছুরি হাতে কিশোর গ্যাংয়ের সদস্যদের সঙ্গে নিয়ে শোডাউন করতে দেখা যায়। এ সংক্রান্ত একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ছাড়া টুন্ডা বাবুর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় হত্যাচেষ্টা ও ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে যা যাচাই-বাছাই করে ভবিষ্যতে র‌্যাব ২-এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান র‍্যাব ২-এর সিনিয়র সহকারী পুলিশ কর্মকর্তা খান আসিফ তপু।

কেকে/এএম




আরও সংবাদ   বিষয়:  কব্জিকাটা গ্রুপ   গ্রেফতার   মোহাম্মদপুর   রাজধানী  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

টঙ্গীতে ট্রেনে কাটা পরে যুবকে মৃত্যু
‘ভাষার মাসে রক্ত ও রোগীর সেবা দিলো বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংক’
শিক্ষকের নামে মামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম
ছাত্রদের নতুন দল ঘোষণা ২৮ ফেব্রুয়ারি: সারজিস আলম

সর্বাধিক পঠিত

চুয়াডাঙ্গায় নবদম্পতি স্বামীকে কুপিয়ে স্ত্রীর গয়না ছিনতাই
হিজবুত তাওহীদ কর্মীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে আহত ১৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ
কাপাসিয়ায় ‘গ্রাম আদালত সক্রিয়করণ’ বিষয়ক মতবিনিময় সভা
সমাবেশ সফল করতে মির্জাগঞ্জে বিএনপির প্রস্তুতি সভা

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝