ঝিনাইদহের কালীগঞ্জে বোরকা পরিহিত এক পুরুষকে ধারালো ছুরিসহ আটক করেছে পুলিশ।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে কালীগঞ্জের বারোবাজার হাই স্কুলের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম জালাল উদ্দীন (৫৯)। তিনি যশোর সদর উপজেলার আন্দোলপোতা গ্রামের আব্দুর রশিদের ছেলে।
বারোবাজার পুলিশ ক্যাম্পের আইসি জাকারিয়া মাসুদ জানান, দুপুরের দিকে বোরকা পরে জালাল উদ্দীন স্কুলের সামনে ছুরি হাতে ঘোরাফেরা করছিলেন। পুলিশ তাকে আটক করে বোরকা খুলে দেখে তিনি একজন পুরুষ। তার কাছে ২৩ ইঞ্চি লম্বা একটি ধারালো ছুরিও ছিল।
পুলিশি জিজ্ঞাসাবাদে জালাল উদ্দীন জানিয়েছেন, তিনি বারোবাজার ব্র্যাক অফিস থেকে ঋণ নিতে চান, কিন্তু তারা নানা শর্ত দিয়ে ঘোরাচ্ছিল। এজন্য তিনি ছুরি হাতে নিয়ে সেখানে এসেছিলেন।
এসআই জাকারিয়া মাসুদ জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জালাল উদ্দীনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেকে/এএম