গাজীপুরের কালীগঞ্জে স্বর্ণ ব্যবসায়ী প্রদীপ কর্মকারের (৬৫) বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত নগদ টাকা, স্বর্ণালংকার এবং মূল্যবান মালামাল লুটে নেয়। স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিলে এলাকাবাসী ডাকাত দলকে ধাওয়া করে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের দেওতলা গ্রামের প্রদীপ রায় কর্মকারের বাড়িতে এ ঘটনা ঘটে।
ডাকাতির শিকার প্রদীপ রায় কর্মকার জানান, রাত ৩টার দিকে বাঁশ দিয়ে মই তৈরি করে ৪-৫ জনের মুখোশ পরিহিত একদল ডাকাত দোতলার বারান্দায় উঠে। পরে দরজার লক ভেঙে ঘরে প্রবেশ করে প্রদীপ কর্মকার ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে। ডাকাতরা ঘরে থাকা শোকেজের ড্রয়ারের তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার, মুঠোফোন, গোপাল মূর্তি এবং নগদ ২০ হাজার টাকাসহ মূল্যবান মালামাল লুটে নেয়।
পরে ঘরে থাকা গৃহকর্তার ছেলে লিংকল রায় এবং তার স্ত্রী টের পেয়ে ফোন করে আশপাশের স্বজনদের জানায়। স্বজনেরা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে একত্রিত হতে বলে। ডাকাতরা এলাকাবাসীর উপস্থিতির বিষয়টি টের পেয়ে লুণ্ঠিত মালামাল নিয়ে পিকআপ ভ্যানে করে জয়দেবপুর-ইটাখোলা সড়ক হয়ে চরসিন্দুরের দিকে পালিয়ে যায়।
কালীগঞ্জে থানার ভারপপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন বলেন, দরজার লক ভেঙ্গে ঘরে প্রবেশ করে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি ডাকাতি কিনা লুটতরাজ তদন্তের জন্য নিশ্চিত হওয়া যাবে।
কেকে/এএম