ভাষার মাসে মহৎ উদ্যোগ নিয়ে বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বাঞ্ছারামপুর সরকারি কলেজ মাঠে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
রক্তদানের গুরুত্ব ও মানবসেবার বার্তা ছড়িয়ে দিতে ‘বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংক’ আয়োজন করে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন। বাঞ্ছারামপুর সরকারি কলেজ মাঠে দিনভর এই মহতী কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে অংশ নেয় ব্লাড ব্যাংকের সাথে সংশ্লিষ্ট কয়েকশত স্বেচ্ছাসেবী সদস্য।
খোঁজ নিয়ে জানা গেছে, এই উদ্যোগের মাধ্যমে সকল স্তরের শিক্ষার্থীদের রক্তদানের প্রয়োজনীয়তা ও উপকারিতা সম্পর্কে সচেতন করা হয়। শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করে ভবিষ্যতে জরুরি প্রয়োজনে রক্তদানে এগিয়ে আসার জন্য উদ্বুদ্ধ করা হয়।
বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা জনাব মো. আশিকুর রহমান বাবু বলেন, ‘সকল সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও আন্তরিক প্রচেষ্টা সত্যিই অসাধারণ ছিল। আমরা শিক্ষার্থীদের রক্তদানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে দিকনির্দেশনা দিয়েছি, যা তাদের ভবিষ্যতে মানবতার সেবায় অনুপ্রাণিত করবে।’
এই মহতী উদ্যোগের প্রশংসা করেন বাঞ্ছারামপুর সরকারি কলেজের অধ্যক্ষ জনাব আব্দুর রহিম ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকাগণ। তারা ক্যাম্পেইনের কার্যক্রম দেখে অত্যন্ত খুশি হন এবং শিক্ষার্থীদের এই মহতী কাজের প্রশংসা করে শিক্ষকরা ব্লাড ব্যাংকেট পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের সদস্য তানহা সরকার ও শাহিন আহমেদ সাজু, বাবু, রোমেলসহ অন্যরা বলেন,‘সকল সদস্যদের উপস্থিতি আসলেই দুর্দান্ত ছিল। আমরা শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করেছি এবং রক্তদানের উপকারিতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে গুরুত্বপূর্ণ পরামর্শ ও দিকনির্দেশনা দিয়েছি।’
কেকে/ এমএস