ফরিদপুরের সালথা উপজেলার রাঙ্গারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আসমা বেগম সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। এসময় দুই জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে ফরিদপুর-সালথা সড়কের কুজুরদিয়া নামকস্থানে যাত্রীবাহী মাহিন্দ্র উল্টে গিয়ে এই দূর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষিকা আসমা বেগম শহরের আলীপুর এলাকার বাসিন্দা ও সালথার আজলপুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুল্লাহ আল আজাদ এর স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকালে সালথা বাজার থেকে ছেড়ে আসা ফরিদপুর গামী একটি মাহিন্দ্র গাড়ি কুজুরদিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে তিনজন গুরুত্বর আহত হয়। এরমধ্যে রাঙ্গারদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আসমা বেগম মারা যান। বাকি দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।
কেকে/ এমএস