ভারতের বিপক্ষে ৬ উইকেটের হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করে বাংলাদেশ। যার ফলে ‘ডু অর ডাই’ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেমিফাইনালের টিকিট পেতে দ্বিতীয় ম্যাচটিতে জয়ের বিকল্প ছিল না টাইগারদের সামনে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে কিউইদের কাছে ৫ উইকেটে হেরে এক ম্যাচ হাতে রেখেই আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। একই সঙ্গে সেমির সম্ভাবনা শেষ পাকিস্তানেরও।
রাওয়ালপিন্ডিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৭ রান করেছেন নাজমুল হোসেন শান্ত। এ ছাড়া ৪৫ রান করেছেন জাকের আলি। নিউজিল্যান্ডের হয়ে ২৬ রানে ৪ উইকেট শিকার করেছেন মাইকেল ব্রেসওয়েল।
জবাবে খেলতে নেমে ৪৬ ওভার এক বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ১১২ রান করেছেন রাচিন রবীন্দ্র। এ ছাড়া ফিফটি পেয়েছেন টম ল্যাথাম। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন।
ছোট লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। ইনিংসের প্রথম ওভারেই বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন তাসকিন আহমেদ। গত ম্যাচে সেঞ্চুরি করা উইল ইয়াংকে আজ রানের খাতাই খুলতে দেননি এই ডানহাতি পেসার। দুর্দান্ত এক ইনসুইংয়ে ইয়াংকে বোল্ড করেছেন তাসকিন। ইয়াং ডাক মারায় কোনো রান করার আগেই উইকেট হারায় কিউইরা।
অভিজ্ঞ উইলিয়ামসনকে থিতু হতে দেননি নাহিদ রানা। চতুর্থ ওভারের তৃতীয় বলটি অফ স্টাম্পের বাইরে ভালো লেংথে করেছিলেন এই পেসার। সেখানে জায়গায় দাঁড়িয়ে ড্রাইভ করতে গিয়ে উইকেটের পেছনে ধরা পড়েছেন উইলিয়ামসন। সাজঘরে ফেরার আগে ৪ বলে ৫ রান করেছেন তিনি।
১৫ রানে দুই উইকেট হারানোর পর রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে মিলে কিউইদের টেনে তোলার চেষ্টা করেন। তৃতীয় উইকেট জুটিতে দুজনে যোগ করেন ৭৩ বলে ৫৭ রান। বিপজ্জনক হতে যাওয়া এই জুটি ভেঙেছেন মুস্তাফিজুর রহমান। ১৬তম ওভারে মুস্তাফিজের করা অফ স্টাম্পের বাইরের বল ডেকে এনে বোল্ড হয়েছেন কনওয়ে। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৪৫ বলে ৩০ রান।
একশর আগেই তিন উইকেট তুলে কিউইদের চাপে ফেলেছিল বাংলাদেশ। তবে এরপরই যেন চীনের দেওয়াল হয়ে দাঁড়িয়ে যান রাচিন রবীন্দ্র ও টম ল্যাথাম। চতুর্থ উইকেটে এই দুই জনের দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচের পুরোপুরি নিয়ন্ত্রণ নেয় নিউজিল্যান্ড। সেঞ্চুরি পেয়েছেন রাচিন। ৯৫ বলে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি। শেষ পর্যন্ত ১১২ রান করে সাজঘরে ফিরেছেন রাচিন। তবে ততক্ষণে ম্যাচ থেকে ছিটকে গেছে বাংলাদেশ।
রাচিনের বিদায়ের পর বাকি কাজটা ভালোভাবেই করছিলেন ল্যাথাম। তবে ফিফটির পর রান আউটে কাটা পড়েন তিনি। এরপর গ্লেন ফিলিপ ও মাইকেল ব্রেসওয়েল মিলে নিরাপদেই জয়ের বন্দরে নোঙর করেন।
কেকে/ এমএস