মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫,
১৩ ফাল্গুন ১৪৩১
বাংলা English

মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: ১৮ বছর পর ৮৫ নির্বাচন কর্মকর্তার চাকরি ফেরত      জামায়াত নেতা এটিএম আজহারুলের লিভ টু আপিলের অনুমতি, আদেশ বুধবার      জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার পক্ষে ভোট দিলো যুক্তরাষ্ট্র       বিএনপির সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান মারা গেছেন      সামরিক কবরস্থানে স্বরাষ্ট্র উপদেষ্টাসহ তিন বাহিনী প্রধানের শ্রদ্ধা      রেড জোন ঢাকা-অশান্ত দেশ      ভূমিকম্পে কেঁপে উঠল সারাদেশ, উৎপত্তিস্থল বঙ্গোপসাগর      
খোলাকাগজ স্পেশাল
নিয়ন্ত্রণহীন ছিনতাই-ডাকাতি
রেড জোন ঢাকা-অশান্ত দেশ
প্রণব আচার্য্য
প্রকাশ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৫৮ এএম  (ভিজিটর : ৪৭)
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

সারা দেশে ছিনতাই, চাঁদাবাজি ও ডাকাতির মতো অপরাধ আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। চলতি মাসেই একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে দেশের বিভিন্ন স্থানে। এ ছাড়া নারীর শ্লীলতাহানি ও ধর্ষণের মতো ঘটনাও বেড়ে চলছে। এর মধ্যে ঢাকা রীতিমতো ছিনতাইয়ের রেড জোনে পরিণত হয়েছে। 

রাজধানীতে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে ছিনতাই ও ডাকাতি হচ্ছে। ঘটছে গুলির ঘটনাও। এসব ঘটনায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। অনতিবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যিালয়সহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও উঠেছে। তার পদত্যাগের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘প্রতীকী জানাজা’ও অনুষ্ঠিত হয়। 

পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, শুধু রাজধানীতে গেল ছয় মাসে খুনের ঘটনা প্রায় আড়াইশ। আর চুরি-ছিনতাই ও ডাকাতি ৭৭২টি। এ সব ঘটনা বিশ্লেষণে দেখা যায়, রাতের আঁধারে রাজধানীতে অপরাধ সবচেয়ে বেশি। গত রোববার রাতেই রাজধানীর বনশ্রী এলাকায় নিজ বাসার সামনে এক স্বর্ণ ব্যবসায়ী দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতের শিকার হন। তার কাছ থেকে ২০০ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। একই দিন রাতে মোহাম্মদপুরে চাপাতি হাতে রিকশা আটকিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এদিকে ঢাকার অদূরে আশুলিয়ার জিরাবোতে নিজ বাড়িতে ডাকাতের হামলায় আহত হন অভিনয়শিল্পী আজিজুর রহমান আজাদ। যশোরের শার্শায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক ব্যবসায়ী। এ ছাড়া চুয়াডাঙ্গায় ছিনতাইয়ের শিকার হন এক নবদম্পতি। এর আগে ১৮ ফেব্রুয়ারি রাজশাহীগামী একটি বাসে ভয়ংকর ডাকাতির ঘটনা ঘটে। এ সময় নারী যাত্রীদের শ্লীলতাহানি করা হয়। এ ছাড়া রংপুরের মিঠাপুকুর উপজেলায় ২১ ফেব্রুয়ারির ফুল কুড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় এক স্কুলছাত্রী। রাজধানীতে কিশোর গ্যাং প্রকাশ্যেই অস্ত্রের মহড়া দিচ্ছে। এতে হামলার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। সব মিলিয়ে অপারেশন ডেভিল হান্টের মধ্যে সন্ত্রাসীদের বেপরোয়া আচরণে জনমনে চরম আতঙ্ক দেখা দিয়েছে। 

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ডেভিল হান্টের মতো একটা প্রচারসর্বস্ব তৎপরতা চলছে এবং এর মধ্যে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটছে, এটা মানুষকে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে ফেলে দিয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা সদিচ্ছার ঘটতি নেই উল্লেখ করে তিনি আরো বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা যে মন্ত্রণালয় সামলাতে পারছেন না এটা মোটামুটি পরিষ্কার। তার বক্তব্য বিবৃতিতে মানুষ আস্থা পাচ্ছে না। তিনি ও তার টিমের কাজ করার গতিটা আমরা দেখতে পাচ্ছি না। তিনি যদি এটা উপলব্ধি করে সরে যান এবং তার জায়গায় দক্ষ কাউকে দেওয়া যায়, তাহলে হয়তো ভালো হতে পারে। 

সাইফুল হক বলেন, এর একটা রাজনৈতিক দিক আছে। আর সেটা হচ্ছে, মানুষ সরকারকে দুর্বল ও অকার্যকর মনে করছে। মানুষের মনে এ ধারণা জন্মাচ্ছে, সরকার কিছু করার ক্ষমতা রাখে না। আর এটা যদি হয় তবে পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারে। 

সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. তৌহিদুল হক বলন, সেনাবাহিনীর নেতৃত্বে যে অভিযান চলছে, তার টার্গেট শুধু রাজনৈতিক ডেভিলদের অপরাধ নিয়ন্ত্রণ করা। এখন অপরাধীরা মনে করছেন পুলিশ ও সেনাবাহিনীর অভিযানের টার্গেট হলো শুধু রাজনৈতিক ডেভিলরা। আইনশৃঙ্খলার যারা অবনতি ঘটাচ্ছে বা চেষ্টা করছে তেমন সব ডেভিলকেই ধরতে হবে। 

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ নিয়ে তিনি বলেন, পুলিশের একটি পেশাগত অন্তর্নিহিত শক্তি থাকে, যা অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ। কিন্তু এখন বিতর্কিত হওয়ার ভয় কিংবা অন্য কোনো কারণে সেটি দৃশ্যমান নয় বলেই আইনশৃঙ্খলার ক্রমাগত অবনতি ঘটছে। 

এদিকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মকভাবে বিপর্যস্ত উল্লেখ করে জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেন, শুধু রাজধানী নয়, সারা দেশেই মানুষ আতঙ্কে ঘুমাতে পারছে না। দেশ এখন চোর, ডাকাত আর ছিনতাইকারীর অভয়ারণ্য। দেশ যেনো এক আতঙ্কের রাজ্য। 

এর মধ্যে গত রোববার মধ্যরাতে সংবাদ সম্মেলন করে সব অপরাধের দায় আওয়ামী লীগের দোসরদের ওপর চাপান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, যে কোনো অবস্থায় এটা প্রতিহত করবে সরকার। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে টহল কার্যক্রম আরো বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। কোথাও কোনো অপরাধ না ঘটে, তারা সে ব্যবস্থা নেবে। সারা দেশে অপ্রীতিকর ঘটনা ঘটছে, কিন্তু অপরাধীদের কেন গ্রেফতার করা হচ্ছে না এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গ্রেফতার কিন্তু করা হচ্ছে। তবে যে পরিমাণ গ্রেফতার করা উচিত, সেই পরিমাণ হয়তো হচ্ছে না। 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সবাই আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ‘সিরিয়াসলি’ নিয়েছেন। এতে ঢাকাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ঢাকায় যেসব জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, সেসব জায়গায় প্যাট্রল বাড়বে। পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও নৌবাহিনীর যৌথ প্যাট্রল শুরু হবে। পুরো ঢাকা শহরে অনেক জায়গায় চেকপোস্ট (তল্লাশিচৌকি) বসবে। আইনশৃঙ্খলা নজরদারি করা হবে। 

ছিনতাইরোধে পুলিশের তিনটি বিশেষায়িত ইউনিট দ্রুতই মাঠে নামবে বলে জানিয়েছেন আইজিপি বাহারুল আলম। তিনি বলেন, বিশেষ একটি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র‌্যাব ও এন্টি টেরোরিজম ইউনিট যৌথ প্যাট্রলিং করবে। আজ থেকে এটি বাস্তবায়িত হবে আশা করি। আমরা দেখি এভাবে উন্নতি হয় কি না। না হলে আমাদের অন্য কৌশলে যেতে হবে। 

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম দুরাবস্থার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করে দৃষ্টান্ত স্থাপন করা উচিত বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। একইসঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় এলাকায় এলাকায় সব দলের সমন্বয়ে নাগরিক প্রতিরোধ কমিটি গড়ে তোলার প্রস্তাব দেন তিনি। গতকাল এক বিবৃতিতে রেজাউল করীম বলেন, স্বৈরাচার পতনের ছয় মাসের বেশি সময় অতিক্রান্ত হওয়ার পরও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকার যে ব্যর্থতার পরিচয় দিয়েছে তা গ্রহণযোগ্য না। রাষ্ট্রের কাছে মানুষের প্রথম ও প্রধান চাওয়া হলো নিরাপত্তা, সেই নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না বলে রাষ্ট্রের প্রয়োজনীয়তা নিয়েই জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। তাই আইনশৃঙ্খলা নাজুক পরিস্থিতির দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করে দৃষ্টান্ত উপস্থাপন করা উচিত। 

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম : জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, সারা দেশে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অবিলম্বে ধর্ষণ ও নিপীড়নের সব ঘটনার বিচার এবং সংশ্লিষ্ট আইনগুলোর যৌক্তিক সংস্কারের দাবিতে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’-এর ব্যানারে গতকাল গণপদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পদযাত্রা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। পদযাত্রায় অংশ নেওয়া ব্যক্তিরা বলছেন, গণঅভ্যুত্থানের পর যেমন বাংলাদেশ আশা করা হয়েছিল, তেমন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়নি। বর্তমান পরিস্থিতিতে নারীদের বিরুদ্ধে যেসব অপরাধ হচ্ছে, সেই পরিস্থিতিতে ঘরে বসে থাকার সুযোগ নেই। ঘরে বসে থাকলেও নিরাপদ বোধ করার সুযোগ নেই। তাই রাজপথে নামা হয়েছে। পদযাত্রায় অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমা আক্তার বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা এখন পর্যন্ত আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেননি। উপদেষ্টার নেতৃত্বে থাকা পুলিশও নির্লিপ্ত। এ অবস্থায় নারীরা অনিরাপদ। তাই আমরা চাই স্বরাষ্ট্র উপদেষ্টা জাতির কাছে ক্ষমা চেয়ে গদি ছেড়ে দেবেন। 

গভীর রাতে ঢাবিতে বিক্ষোভ, স্বরাষ্ট্র উপদেষ্টার বাসায় হাসনাত আব্দুল্লাহ

গত রোববার গভীর রাতে রাজধানীর বারিধারায় ডিওএইচএসের স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এদিন রাত সাড়ে ৩টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের সামনে দেখা যায় হাসনাত আব্দুল্লাহকে। তবে এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলেননি। 

এর আগে রাত সোয়া ১টার দিকে সারা দেশে ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার পদত্যাগের দাবি তো আজই প্রথম না। তারা যে কারণে আমার পদত্যাগ দাবি করে, আমি যদি সে বিষয়গুলো উন্নতি করে দিতে পারি... তাহলে তো আর পদত্যাগের প্রশ্ন থাকছে না। 

স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ২০০ ভরি স্বর্ণালংকার ছিনতাই :

গত রোববার রাতে রাজধানীর বনশ্রী এলাকায় মো. আনোয়ার নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, রোববার বাসায় যাওয়ার সময় তাকে তিনটি মোটরসাইকেলে করে আসা ছিনতাইকারীরা ঘিরে ধরে। এ সময় তার কাছে থাকা স্বর্ণালংকার লুট করা হয়। রামপুর থানা-পুলিশ সূত্র জানিয়েছে, হামলা ও ছিনতাইয়ের ঘটনা ভুক্তভোগীর বাসার সামনেই ঘটেছে। ওই ব্যবসায়ী পুলিশের কাছে দাবি করেছেন, ছিনতাইকারীরা তার কাছ থেকে ২০০ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে। 

মোহাম্মদপুরে রিকশা আটকে ছিনতাই, চাপাতি নিয়ে নারীকে আক্রমণ :  

রোববার রাতে মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া যায়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, একটি রিকশা থামিয়ে দুই তরুণ ছিনতাই করছে। রিকশায় এক নারীকে বসে থাকতে দেখা যায় এবং তার পাশেই দাঁড়িয়ে ছিলেন আরেক নারী। এসময় দাঁড়িয়ে থাকা নারীর দিকে এক ছিনতাইকারীকে চাপাতি হাতে তেড়ে যেতে দেখা যায়। সেখানে আরেক ব্যক্তিকে দেখা যায় ছিনতাইকারীদের সরিয়ে দিতে। তবে তিনি ওই দুই নারীর সঙ্গে ছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। 

শংকরে অস্ত্রের মহড়া : 

ধানমন্ডির শংকর এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে একদল সশস্ত্র ব্যক্তির মহড়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা মসজিদে মাইকে ঘোষণা দেন যে, মহল্লায় ডাকাতদল প্রবেশ করেছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে শংকর আলী হোসেন বালক উচ্চ বিদ্যালয়ের সামনে ১০ থেকে ১২ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। 

এ ছাড়া রাজধানীর উত্তরা এলাকায় গত সোমবার কিশোর গ্যাং সদস্যরা প্রকাশ্যে এক নারী-পুরুষকে রামদা দিয়ে কুপিয়ে জখম করে। সম্প্রতি রাজধানীর উত্তরা, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া এবং অস্ত্রশস্ত্র দিয়ে সাধারণ মানুষের ওপর হামলার ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। এসব ভিডিওতে দেখা গেছে, সশস্ত্র ব্যক্তিরা জনবহুল সড়ক, বাজার কিংবা আবাসিক এলাকায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র ব্যবহার করছেন। এদিকে গত বুধবার সকালে উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় ভিক্টর পরিবহন নামের একটি চলন্ত বাসে অস্ত্র ঠেকিয়ে ভয়াবহ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এর আগে গত রোববার সন্ধ্যার দিকে মোহাম্মদপুরে দিনের আলোতেই প্রকাশ্যে পিস্তল বের করে পথচারীকে হুমকির ঘটনা ঘটে। 

ঢাকায় ২৫ ছিনতাইপ্রবণ এলাকা :

রাজধানী ঢাকায় হরহামেশা ছিনতাইয়ের ঘটনা ঘটছে এমন অন্তত ২৫টি স্পট চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে চিটাগাং রোড থেকে যাত্রাবাড়ী পর্যন্ত; রায়েরবাগ, শনির আখড়া থেকে কুতুবখালী, বনানী ব্রিজ, বাবুবাজার, কদমতলী, বাদামতলী, মতিঝিল শাপলা চত্বর, ধানমন্ডি ৩২ থেকে মানিক মিয়া এভিনিউ যাওয়ার রাস্তা রয়েছে। মোহাম্মদপুরের ঢাকা উদ্যান, বছিলা ৩ রাস্তার মোড়, বছিলা ব্রিজ, নবোদয় হাউজিং, রায়ের বাজার, মোহাম্মদিয়া হাউজিং, বুদ্ধিজীবী কবর স্থানের বিপরীত পাশের রাস্তা ও বছিলা গার্ডেন সিটি এলাকায় ছিনতাইকারীর উৎপাত বেশি লক্ষ্য করা যায়। অন্যদিকে শনির আখড়া, যাত্রাবাড়ী পকেটগেট, যাত্রাবাড়ী-গুলিস্তান, আসাদগেট, মিরপুর ১১, বিহারি ক্যাম্প, কালশী, পশ্চিম শেওড়াপাড়া, মিরপুর-১০ গোল চত্বর, মতিঝিল, পল্টন, এয়ারপোর্ট, কুড়িল বিশ্বরোড, বাঁশতলা, রামপুরা ছিনতাইয়ের ঘটনা ঘটছে বলে তথ্যে উঠে এসেছে। 

শহরের কাউকে ঘুমাতে দেব না : 

ছাত্র-জনতা অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত পতিত শক্তি। তারই ধারাবাহিকতায় সম্প্রতি আওয়ামী লীগের একটি ভার্চুয়াল মিটিংয়ের অডিও ভাইরাল হয়। সেখানে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে বলতে শোনা যায়, যে শহরে আমরা থাকবো না, সেই শহরে কাউকে ঘুমাতে দেব না। 

অশান্ত সারা দেশ : 

গতকাল দুপুরে কক্সবাজার বিমানবন্দরের পশ্চিম পাশে বিমান বাহিনীর নির্মাণাধীন ঘাঁটিতে হামলা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকবার গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় শিহাব কবির নাহিদ (৩০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে সমিতিপাড়ার পার্শ্ববর্তী কুতুবদিয়া পাড়ার জাহেদ হোসেন নামের এক তরুণের সঙ্গে বিমানবাহিনীর একটি তল্লাশি চৌকিতে হেলমেট পরা নিয়ে কর্তব্যরত ব্যক্তিদের কথা-কাটাকাটির ঘটনা ঘটে। এরপর জাহেদের আত্মীয়স্বজন ঘটনাস্থলে পৌঁছে বিমানবাহিনীর নির্মাণাধীন ঘাঁটি ও সদস্যদের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। থেমে থেমে আধা ঘণ্টা ধরে চলা ওই পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় বেশ কয়েকবার গুলির শব্দ শোনা যায়। 

এদিকে গতকাল ভোরে গাজীপুরের কালীগঞ্জে স্বর্ণ ব্যবসায়ী প্রদীপ কর্মকারের বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা নগদ টাকা, স্বর্ণালংকার এবং মূল্যবান মালামাল লুটে নেয়। স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিলে এলাকাবাসী ডাকাত দলকে ধাওয়া করে। এরা আগে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হরিশচন্দ্রপুর-সড়াবাড়িয়া সড়কে এক নবদম্পতি ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইকারীরা স্বামী সাগরকে এলোপাতাড়ি কুপিয়ে স্ত্রীর গয়না লুট করে নিয়েগেছে। নব দম্পতির চিৎকারে লোকজন ছুটে এলে অবস্থা বেগতিক দেখে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় ছিনতাইকারীরা। ঢাকার অদূরে আশুলিয়ার জিরাবোতে নিজ বাড়িতে ডাকাতের হামলায় আহত হয়েছেন অভিনয়শিল্পী আজিজুর রহমান আজাদ। গত রোববার ভোরে বাড়িতে ডাকাতের উপস্থিতি টের পেলে ধস্তাধস্তি হয়। এরপর আজাদকে উদ্দেশ্য করে গুলি করে ডাকাতরা। এ সময় আজাদের পায়ে তিনটি গুলি লাগে। ডাকাতের আক্রমণে আজাদের মা ও স্ত্রীও আহত হয়েছেন। এর আগে গত শুক্রবার রাত ১১টার দিকে শৈলকুপার রামচন্দ্রপুর এলাকায় ৩ জনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। নিহতরা পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতা বলে জানা গেছে। এদিকে রংপুরের মিঠাপুকুর উপজেলায় মহান শহিদ দিবসে শ্রদ্ধা জানাতে ফুল সংগ্রহ করতে যাওয়া এক স্কুলছাত্রী (১১) ধর্ষণের শিকার হয়। গত শুক্রবার সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় কবর থেকে দাদি-নাতির কঙ্কাল চুরি
নিয়ামতপুরে স্থানীয় সরকার ও শহিদ সেনা দিবস পালিত
হবিগঞ্জে সাবেক এসপিসহ ৭৫ জনের বিরুদ্ধে মামলা
১২ দিনের রিমান্ডে সাবেক প্রতিমন্ত্রী পলক
১৮ বছর পর ৮৫ নির্বাচন কর্মকর্তার চাকরি ফেরত

সর্বাধিক পঠিত

সড়ক দূর্ঘটনায় সালথার রাঙ্গারদিয়া স্কুলের প্রধান শিক্ষিকা নিহত
‘ভাষার মাসে রক্ত ও রোগীর সেবা দিলো বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংক’
কক্সবাজারে বিমান ঘাঁটির কাছে সংঘর্ষ, গুলিতে নিহত ১
‘জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে বিএনপি’
দেড় শতাধিক আর্টিকেল নিয়ে লেখা বই ‘সালাত ও বিজ্ঞান’

খোলাকাগজ স্পেশাল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝