পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলামের সঙ্গে নবগঠিত মির্জাগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্টিত হয়। এ সভায় উপজেলার সার্বিক উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, পরামর্শ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি দৈনিক দিনকাল প্রতিনিধি মো. কামরুজ্জামান জুয়েল মুন্সি, সাধারণ সম্পাদক দৈনিক আমার দেশের উপজেলা প্রতিনিধি মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ, সিনিয়র সহসভাপতি দৈনিক নয়াদিগন্ত সংবাদদাতা উত্তম গোলদার, প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা দৈনিক কালের কণ্ঠের মির্জাগঞ্জ প্রতিনিধি মো. গোলাম ফারুক মুন্সি।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন, সহসভাপতি কামরুজ্জামান বাঁধন (আমার সংবাদ), যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহাগ হোসেন (মানবজমিন), মো. আতিকুর রহমান লিপন (বিজনেস বাংলাদেশ), কোষাধ্যক্ষ অমিতাভ দাস অপু (যায়যায়দিন), দপ্তর সম্পাদক মো. সুমন কাজী (সময়ের আলো), প্রচার সম্পাদক মো. সিয়াম রহমান হিমেল (দৈনিক নয় শতাব্দী), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ (মানবকণ্ঠ), ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বায়েজীদ হাসান (খোলা কাগজ)।
কার্যনির্বাহী সদস্যরা হলেন মো. ইলিয়াস আলী (কালবেলা), মীর মাসুম বিল্লাহ (সকালের সময়), মো. রেজাউল করিম (দৈনিক বর্তমান), মো. সাইফুল ইসলাম সুলতান (আমার বার্তা), মো. নাঈম ইসলাম (সমাজ দর্পণ) এবং মো. মাসুম বিল্লাহ প্রিন্স (স্বদেশ বিচিত্রা)। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ স্বরূপ। উন্নয়ন কর্মকাণ্ডে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। উপজেলার উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
কেকে/এএস