বান্দরবানের লামায় মদপানে নুরুল আলম (৩৩) নামে এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোররাত ৫টা ৫০ মিনিটে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। নুরুল আলম লামা পৌরসভার ৮নম্বর ওয়ার্ড লাইনঝিরি এলাকার হারুণের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নুরুল আলম তার বন্ধুদের নিয়ে রাতে লামা মিরিঞ্জার রয়েল রিসোর্টে বসে অতিরিক্ত মদপান করে, পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তার স্বজনেরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. সাইফুদ্দিন মো. মুরাদ জানান, ভোর ৫টা ২০ মিনিটে নুরুল আলমকে তার স্বজনরা লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অতিরিক্ত মদপানের কারণে তার মৃত্যু হয়েছে, তিনি আরো জানান, চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টা ৫০মিনিটে তার মৃত্যু হয়। পরে স্বজনরা নিহতের লাশ নিয়ে চলে যায়।
লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, লামা মিরিঞ্জার রয়েল রিসোর্টে রাতে বন্ধুদের সঙ্গে মদপান করে নুরুল আলম নামে একজনের মৃত্যু হয়েছে, পরে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে তাকে ভর্তি করলে চিকিৎসক নুরুল আলমকে মৃত ঘোষণা করেন।
পর স্বজনেরা সেটি বিশ্বাস না করে তাকে দ্রুত লামা উপজেলার পার্শ্ববর্তী কক্সবাজারের চকরিয়া উপজেলায় একটি ক্লিনিকে নিয়ে চলে যায়। নুরুল আলমের লাশ এখন চকরিয়া হাসপাতালে রয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও এই বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে ওসি জানান।
কেকে/এএস