মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫,
১৩ ফাল্গুন ১৪৩১
বাংলা English

মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: ৯ মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব      বাংলাদেশে স্টারলিংক আনার মূল কারণ জানালেন প্রেস সচিব      নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে সার্বভৌমত্ব বিপন্ন হবে: সেনাপ্রধান      নতুন দলে অংশ নিতেই পদত্যাগের সিদ্ধান্ত: নাহিদ ইসলাম      পদত্যাগ করলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম      ‘ভবিষ্যৎ কোনো সরকারই ইন্টারনেট সম্পূর্ণরূপে বন্ধ করতে পারবে না’      ১৮ বছর পর ৮৫ নির্বাচন কর্মকর্তার চাকরি ফেরত      
গ্রামবাংলা
ইবির বাস উল্টে ১৩ শিক্ষার্থী আহত
কুষ্টিয়া প্রতি‌নি‌ধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:০২ পিএম  (ভিজিটর : ৫২)
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

কুষ্টিয়া সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় একটি বাস মহাসড়ক থেকে ছিটকে পাশে ধানখেতে উল্টে পড়ে যায়। এতে বাসে থাকা ইসলামী বিশ্ববিদ্যালয়ের অন্তত ১৩জন শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল দশটার দিকে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই বাসের চালক ও চালকের সহকারি পালিয়ে যান। আহতদের মধ্যে ৬জনকে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহীনুজ্জামান বলেন, হাসপাতালে তিনিসহ প্রক্টরিয়াল বডির সদস্যরা রয়েছেন। আহতের প্রাথমিক চিকিৎসা বিশ্ববিদ্যালয় প্রশাসন বহন করছে। এছাড়া হাসাপাতালে জরুরিভাবে একটি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা আছে। যদি কোন শিক্ষার্থীকে রেফার্ড করা হয় তবে দ্রুত তাকে দেশের যেকোন জায়গায় নেওয়া হবে।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানা পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, সকাল দশটার দিকে কুষ্টিয়া শহর থেকে শিক্ষার্থীদের নিয়ে একটি বাস (নিয়মিত ভাড়া করা বাস) ক্যাম্পাসে যাচ্ছিল। বিত্তিপাড়া এলাকায় পৌছালে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডানপাশে উল্টে ধানখেতে পড়ে যায়। ওই বাসে অন্তত ৪০ জন শিক্ষার্থী ছিলেন। উল্টে যাবার পর বাসে থাকা অন্তত ১৩ জন শিক্ষার্থী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ প্রক্টরিয়াল বডির সদস্যা সেখানে যান।

কয়েকজন শিক্ষার্থী জানান, বাসটি খুব দ্রুতগতিতে যাচ্ছিল। হঠাৎ ডানদিকে বেকে গিয়ে বাসটি ধান খেতে বাস উল্টে যায়। এতে বাসে থাকা প্রায় সব শিক্ষার্থীই কম বেশি আঘাত পান। অনেকে ধান খেতে থাকা কাদায় পড়ে যান।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহীনুজ্জামান বলেন, ১৩জন শিক্ষার্থীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে ৬জনকে ভর্তি করে বিভিন্ন ধরনের পরীক্ষা করানো হচ্ছে।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ওসি সৈয়দ আল মামুন বলেন, যতটুকু জানা গেছে বাসের চালক গতরাতে বাস নিয়ে পিকনিকে গিয়েছিলেন। এজন্য ক্লান্ত ছিলেন। হয়তো সকালে বাস চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়কের ডান দিকে চলে গিয়ে ধান খেতে পড়ে। চালকসহ চালকের সহকারিকে পাওয়া যায়নি।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ পালিয়েছে আসামি
শালিখায় স্থানীয় সরকার দিবসে র‌্যালী ও আলোচনা সভা
রাজারহাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
নাইক্ষ্যংছড়িতে অস্ত্রসহ ডাকাত আটক
টাঙ্গাইলে ধর্ষণের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ

সর্বাধিক পঠিত

ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু
বিগত সময়ের অনিয়ম তদন্তে তথ্য নিচ্ছে শাবিপ্রবি প্রশাসন
চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার ২
রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ, লাখ লাখ টাকার ক্ষতি
কুষ্টিয়ায় কবর থেকে দাদি-নাতির কঙ্কাল চুরি

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝