গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশনে সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন করছেন স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার ( ২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত তারা ঢাকাগামী একটি আন্তঃনগর ট্রেন আটকে রেখে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। ফলে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেনচলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, প্রতিদিন শ্রীপুর ও পার্শ্ববর্তী উপজেলার ব্যবসায়ী, শ্রমজীবী-পেশাজীবী, চাকরিজীবী, আইনজীবী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কর্মঘণ্টা রক্ষায় ঢাকা-দেওয়ানগঞ্জ (৭৪৩/৭৪৯৪) আপ-ডাউনে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি শ্রীপুর রেলস্টেশনে যাত্রা বিরতি অত্যান্ত জরুরি।
এমতবস্থায় শ্রীপুর রেলস্টেশনে ব্রহ্মপুত্রসহ সব আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে আজকে আমরা এই মানববন্ধন করছি।
শ্রীপুর ট্যুরিজম বাইকার্স যুব উন্নয়ন সংঘ আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তাদের দাবি, শ্রীপুর একটি গুরুত্বপূর্ণ উপজেলা হওয়া সত্ত্বেও এখানে সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি নেই, যা স্থানীয়দের যাতায়াতে অসুবিধার সৃষ্টি করছে।
শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুর রহমান গণমাধ্যমকে জানান। বিক্ষোভের সময় একটি ট্রেন ১১:৪০ মিনিট থেকে ১২:১৫ মিনিট স্টেশনে আটকা ছিল, ফলে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেনচলাচল সাময়িক বন্ধ ছিল। পরে রেলওয়ে কর্তৃপক্ষের আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিলে ট্রেনচলাচল স্বাভাবিক হয়।
উল্লেখ্য, গত ২০২২ সাল থেকে শ্রীপুরবাসী সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবি জানিয়ে আসছেন, তবে এখনো পর্যন্ত তাদের এই দাবি পূরণ হয়নি।
কেকে/এএস