সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিগত সময়গুলোতে হওয়া নিয়োগ, প্রমোশন ও আপগ্রেডেশন এবং পেনশনসহ অন্যান্য অনিয়মের তদন্তের স্বার্থে তথ্য-উপাত্ত সংগ্রহ করছে বর্তমান প্রশাসন। প্রয়োজনে অনিয়মের তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপরেজিস্ট্রার ও অনিয়ম সংক্রান্ত তদন্ত কমিটির সদস্য সচিব মো. আমিনুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শাবিপ্রবিতে বিগত সময়ে নিয়োগ, প্রমোশন ও আপগ্রেডেশন এবং পেনশনসহ অন্যান্য অনিয়ম যা বিশ্ববিদ্যালয়ের আইন, সংবিধি, অর্ডিন্যান্স, চাকুরি বিধিমালা ও নীতি-নৈতিকতা পরিপন্থি। এসব বিষয়ের তদন্ত ও সুপারিশ প্রদানের জন্য প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহের লক্ষ্যে গঠিত কমিটির সিদ্ধান্ত মোতাবেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সংশ্লিষ্টদের নিকট থেকে তথ্য ও আবেদন সংগ্রহ করা হচ্ছে।’
এতে আরো বলা হয়, ‘তথ্য প্রদানকারীকে সুনির্দিষ্ট বিষয় ও প্রমাণাদিসহ (কাগজপত্র/অডিও/ভিডিওসহ ইত্যাদি) আগামী ২৫ মার্চের মধ্যে অফিস সময়ে ব্যবসায় প্রশাসন বিভাগের অফিসে দাখিল করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। তথ্য প্রদানকারীর পরিচয় প্রয়োজনে গোপন রাখা হবে এবং তথ্য সংবলিত দাখিলকৃত খামের ওপর পরিচয় না দিলেও চলবে।’
এ বিষয়ে তদন্ত কমিটির সভাপতি ও ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, শিক্ষক কর্মকর্তাদের দাবি ছিল বিশ্ববিদ্যালয়ের বিগত সময়ের অনিয়মগুলোর সুষ্ঠু তদন্ত করা। তারই প্রেক্ষিতে আমাকে সভাপতি করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আমরা অনিয়মগুলোর তদন্তে যারা তথ্য দিয়ে সহযোগিতা করতে চান সবার তথ্য নেব । এবং প্রয়োজনে তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখা হবে।
কেকে/এএম