জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়নের আয়োজনে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি পূর্বাচল রাজস্ব সার্কেল ও ইউনিয়ন পরিষদ প্রশাসক উবায়দুর রহমান সাহেল।
সিনিয়র ইউপি সদস্য আওলাদ হোসেনের সভাপতিত্বে, সাংবাদিক মাহবুব আলম প্রিয়’র সঞ্চালনায় আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিন্নাত আলী, ইউনিয়ন পরিষদ সচিব হাবিব উল্লাহ, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতা মহসিন মিয়া, ইউপি সদস্য আব্দুল কাইয়ুম, নারী ইউপি সদস্য জাকিয়া সুলতানা প্রমুখ।
এ সময় স্থানীয় বাসিন্দাদের মাঝে স্থানীয় সরকারের করনীয়, আর্থ সামাজিক উন্নয়নে, দারিদ্র্য দূরীকরণের নানা বিষয়ে আলোচনা করা করেন অতিথিরা।
আলোচনা সভা শেষে উপস্থিত অতিথি ও স্থানীয় বাসিন্দারা ইউনিয়ন পরিষদ চত্ত্বর থেকে আগারবাড়া বাজার পর্যন্ত একটির র্যালি বের করেন।
কেকে/এএম