লালমনিরহাটের হাতীবান্ধায় পুকুরের পানিতে ডুবে মুসকান নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ) সকালে উপজেলার নওদাবাস ইউনিয়নের কেতকীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে। মুসকান উপজেলার নওদাবাস ইউনিয়নের কেতকীবাড়ি এলাকায় সোহেল রানার মেয়ে।
জানা গেছে, ছোট্ট মুসকান বাড়ির পাশের উঠানে খেলছিল। খেলতে খেলতে পুকুরের কাছে গেলে এক সময় পুকুরেই পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ারুল হক বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।
কেকে/এএম