বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি রাজনৈতিক দলের পরিকল্পনাকে সফল করতে হলে জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করাই সবচেয়ে উত্তম পথ।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) কুমিল্লা মহানগর বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, একটি রাজনৈতিক দল হিসেবে আমাদের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে জনগণের কাছে ভোট চাওয়া এবং নির্বাচনে অংশগ্রহণ করা। কিন্তু কিছুসংখ্যক ব্যক্তি ও সংগঠন এটিকে নেতিবাচকভাবে তুলে ধরছে। আমরা গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার রক্ষায় বিশ্বাস করি, তাই স্বাভাবিকভাবেই নির্বাচন চাইব।
তারেক রহমান আরো বলেন, বর্তমানে দেশে নির্বাচন বিলম্বিত হলে কারা সুবিধা পাবে, কার স্বার্থ রক্ষা হবে—এটা চিন্তা করে দেখা দরকার।
তিনি বলেন, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বিশ্বাস করি, বাংলাদেশে গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করা গেলে ষড়যন্ত্রকারীদের হাত থেকে দেশকে রক্ষা করা সম্ভব হবে। জনগণের ভোটের অধিকার যত বেশি নিশ্চিত করা যাবে, ততই গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকবে।
গত ১৫-১৬ বছরে বিএনপির ওপর নানা নির্যাতন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, গুম, মিথ্যা মামলা, নির্যাতন—এসব মোকাবিলা করেও বিএনপি জনগণের দলে পরিণত হয়েছে। সব প্রতিবন্ধকতা অতিক্রম করে বিএনপি জনগণের প্রত্যাশা পূরণে কাজ চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও চালিয়ে যাবে।
সম্মেলনে সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু। প্রধান বক্তা ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আমিন-উর-রশিদ ইয়াছিন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন প্রমুখ।
কেকে/এএম