সিলেটের দক্ষিণ সুরমায় জমি নিয়ে বিরোধের জেরে রুস্তম আলী (৭০) নামের এক বৃদ্ধ খুন হয়েছেন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার হাজরাই গ্রামে এ ঘটনা ঘটে। তিনি হাজরাই গ্রামের কুটু মিয়ার ছেলে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, প্রতিবেশির সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল রুস্তম আলীর। সেই বিরোধের জের ধরে মঙ্গলবার দুপুর মারামারিতে গুরুতর আহত হন তিনি।
পরে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা দেন।
দক্ষিণ সুরমা থানার ওসি মো. মিজানুর রহমান খোলা কাগজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ঘটনার সাথে জড়িতদের ধরতে অভিযান চলছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কেকে/এএম