কুষ্টিয়ার ভেড়ামারা থানার গ্যারেজ থেকে পুলিশের ৩টি মোটরসাইকেল চুরি হয়ে গেছে। আসামীদের শনাক্ত করতে সিসি ক্যামেরার ফুটেজ চেক করে পুলিশ চিরুনি অভিযান শুরু করেছে।
শুক্রবার (১ নভেম্বর) ভোর রাতে দূর্ধষ এই চুরির ঘটনাটি ঘটে।
ভেড়ামারা থানা সূত্র জানায়, কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা ডিউটি শেষ করে থানার ভিতরের গ্যারেজে মোটরসাইকেল রেখে অফিসিয়াল কর্মে মনোযোগ দেন। সেখান থেকেই ভেড়ামারা থানা পুলিশের এএসআই আল আমীন, পুলিশ কনেষ্টেবল মাসুদ এবং সোহেলের ১৫০ সিসি ৩টি পালসার মোটরসাইকেল চুরি হয়ে যায়। দূর্ধষ এই চুরির ঘটনা জানাজানি হয়ে গেলে হতবাক হয়ে পড়ে সাধারন মানুষ।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহীদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, পুলিশই এখন অপরাধীদের টার্গেটে পরিনত হয়েছে। অথচ পুলিশ সর্বসাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে থাকে। থানার কম্পাউন্ড থেকে একই সময় ৩টি মোটরসাইকেল চুরির ঘটনা খুবই দূর্ধর্ষ। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ চেক করে চিরুনি অভিযান শুরু করেছে। দ্রুতই আসামীদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।
কেকে/এজে