বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নির্বাচিত সরকার ছাড়া জনগণের কাছে কেউ দায়বদ্ধ থাকেনা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে দায়বদ্ধ না। ডক্টর ইউনুস সাহেব বলছেন ছাত্ররা তাদের ক্ষমতায় আনছেন, তিনি এখন ছাত্রদের খেদমত নিয়ে ব্যস্ত। জনগণ জাহান্নামে যাক। চালের দাম কত বাড়লো কিছুই আসে যায় না। তেলের দাম বাড়লো কিনা কিছু আসে যায় না। বিদ্যুতের দাম কমলো নাকি তিনগুণ বাড়িয়ে দিল। তারমানে তাদের দায়বদ্ধতা জনগণের কাছে নাই। তাদের কাছে দায়বদ্ধতা আছে ছাত্রদের কাছে। ছাত্রদের প্রতিদিনই তিনজন ডানে বামে বসিয়ে রেখেছেন। আর সারারাত্র বসে বসে তারা দল বানান।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে গাজীপুরের রাজবাড়ী মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জিয়াউর রহমান কোন রাজনৈতিক দল ব্যান করেন নাই। জিয়াউর রহমান সকল রাজনৈতিক দলকে ওপেন করেছেন। আমরা প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিশ্বাস করি। জনগণের মতামতের উপর শ্রদ্ধা জানাই। হাজারো দল হোক জনগণ বেছে নেবে কোন দলকে তারা ভোট দেবেন। শুনলাম শুক্রবার দল আত্মপ্রকাশ করছে। দলটা করে মাঠে নামেন। যারা আছেন পার্লামেন্টে তাদেরকে নামায় দেন। গাছেরটা খাবেন নিচেরটাও খাবেন। একসাথে দুইটা খাইতে পারবেন না। হয় রাজনৈতিক দল করবেন, রাস্তায় নামবেন। না হইলে সরকারে আছেন খান।
তিনি আরো বলেন, মানুষের মাঝে একটা আশংকা আছে, একটা আতঙ্ক আছে। নির্বাচন হবে কি হবেনা। সরকার কি চায়, আমরা বুঝিনা। সরকার নিজেও বুঝে কিনা। সরকার যদি না বুঝে, আম জনতা ঠিকই বুঝে? আগামীদিন অবাদ সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের কি করনীয় অচিরেই সিদ্ধান্ত নেব।
সমাবেশে ফজলুল হক মিলননের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কাজী সাইয়েদুল আলম বাবুল, বিএনপি নেতা হুমায়ুন কবির খান, প্রফেসর ড. রফিকুল ইসলাম বাচ্চু, মুজিবর রহমান, ওমর ফারুক শাফিন, শাহ রিয়াজুল হান্নান, সহ সকল উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কেকে/ এমএস