রাজধানীর উত্তরায় সম্প্রতি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এ যুক্ত হওয়া শীর্ষস্থানীয় কয়েকজন আলেমকে সংবর্ধনা দিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জামিয়াতুন নূর আল কাসীমিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের দাওয়াহ বিষয়ক সম্পাদক মুফতি মহিউদ্দীন মাসুম সভাপতিত্ব করেন।
সংগঠনে যোগদান করা বিশিষ্ট আলেমদের মধ্যে ছিলেন—মুফতি কেফায়েতুল্লাহ আজহারী, মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা কেফায়েতুল্লাহ নোমানী, মুফতি জাকির হোসাইন, মুফতি মহসিনুল হাসান, মাওলানা আবদুল কাদের, মুফতি হুজাইফাসহ আরও অনেকে।
সংবর্ধনা অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর নতুন সদস্যদের যোগদান সংগঠনের ভবিষ্যৎকে আরও শক্তিশালী করবে। তারা আশা প্রকাশ করেন, এই যোগদান সংগঠনের সামগ্রিক কার্যক্রমকে আরো কার্যকর করতে সহায়তা করবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।
মুফতি আহমদ শফি ও মাওলানা হুসাইন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ রাজনীতিবিদ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুর রব ইউসুফি।
এ ছাড়াও উপস্থিত ছিলেন—সংগঠনের সাংগঠনিক সম্পাদক মুফতি নাজমুল হাসান কাসেমি, ঢাকা উত্তর জমিয়তের সভাপতি মুফতি মাকবুল হোসাইন কাসেমি, ঢাকা উত্তর যুব জমিয়তের সভাপতি মুফতি তাওহীদুল ইসলাম, মুফতি নুর ইসলাম, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা শহীদুল্লাহ্, মাওলানা জাকির হোসাইন প্রমুখ।
কেকে/এএম