বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫,
১৪ ফাল্গুন ১৪৩১
বাংলা English

বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: ছিনতাইকারীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে নারীর মৃত্যু      তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে অজু করে নেবেন: বুলু      পুলিশের ৮২ কর্মকর্তাকে ওএসডি করে প্রজ্ঞাপন      দুঃসময়ে সেনাবাহিনীই আমাদের শক্তি: ফখরুল      নাহিদকে দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বললেন প্রেস সচিব      দ্রুত সিটি ও পৌরসভা নির্বাচন হওয়া উচিত: উপদেষ্টা আসিফ      ৯ মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব      
রাজনীতি
তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে অজু করে নেবেন: বুলু
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:২৯ পিএম  (ভিজিটর : ৫১)
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু বলেছেন, গত দুই-তিন দিন ধরে কয়েকজন অর্বাচীন কিছু কথাবার্তা বলেছেন। তারা বলেছেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি নেতা হন, তাহলে তার ছেলেও নেতা হবেন নাকি? আমি সুস্পষ্ট ভাষায় তাদের বলতে চাই, তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে অজু করে নেবেন। কারণ দেশের বৃহত্তর রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানই হলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি তারেক রহমান। কাজেই আপনাদের মতো নাবালক উপদেষ্টা, নাবালক নেতারা এভাবে কথাবার্তা বলবেন না। দেশ ও জনগণকে বিভক্ত করবেন না।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে কুমিল্লা মহানগর বিএনপির সম্মেলনে উদ্বোধক বক্তা হিসেবে এসব কথা বলেন তিনি। নগরের কান্দিরপাড় এলাকায় টাউন হল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বরকতউল্লা বুলু বলেন, তারেক রহমানই জুলাই আন্দোলনের একমাত্র দাবিদার। আন্দোলনের সময় তিনি আমাদের মাধ্যমে কীভাবে অর্থ সরবরাহ করেছেন, তা আমরা জানি। আমি শেখ হাসিনাকে একটি কারণে ধন্যবাদ দিতে চাই। কারণ গত ১৫ বছর আওয়ামী লীগের অত্যাচারে বিএনপি এখন উপমহাদেশের বৃহত্তর রাজনৈতিক দলে রূপ নিয়েছে। আমাদের দলটি এখন সোনার কাঠিতে রূপান্তরিত হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু মতপার্থক্যের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না। এতে ক্ষতিগ্রস্ত হবে দেশ ও গণতান্ত্রিক দলগুলো। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যত বেশি ঐক্যবদ্ধ থাকবো, তত বেশি গণতন্ত্রের বিরুদ্ধে পরিকল্পনাকারীদের ষড়যন্ত্র ভেস্তে যাবে। বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন বিলম্বিত হলে কারা সুবিধাপ্রাপ্ত হবে, এটাও দেখার বিষয়। বিএনপি বিশ্বাস করে, জনগণই সকল ক্ষমতার উৎস। বাংলাদেশে গণতন্ত্রের চর্চা যত অব্যাহত রাখা যায়, তত বেশি বাংলাদেশের মানুষ ষড়যন্ত্রের হাত থেকে নিরাপদে থাকবে। দেশে যদি ভোটের অধিকার নিশ্চিত থাকে, তাহলে বিএনপি সাংগঠনিকভাবে শক্তিশালী হবে। যদি আগামী নির্বাচনে ২৮০ আসনও বিএনপি পায়, তবু এককভাবে সরকার গঠন করবে না। যারা আমাদের সঙ্গে আন্দোলন-সংগ্রামে আছে এবং ছিল, সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করবো। ওই সরকারই দেশ চালাবে।

মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লার সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কুমিল্লা অঞ্চলের সাংগঠনিক সম্পাদক মো. সেলিম ভূঁইয়া, বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায়ক জাকারিয়া তাহের, বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আমিন উর রশিদ এবং সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।

কেকে/এজে
আরও সংবাদ   বিষয়:  তারেক রহমানের নাম   অজু   উচ্চারণ   বুলু  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
আইইবির উদ্যোগে সেমিনার ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত
রাষ্ট্র প্রতিটি নাগরিকের অধিকার দেয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ: ধর্ম উপদেষ্টা
মাতৃভাষা দিবস উপলক্ষে শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
‘আমি ছাত্রলীগ করে খেলে আসছি, এখনও খেলে দিবো’

সর্বাধিক পঠিত

কুবির ৪ নারী শিক্ষার্থীর বিরুদ্ধে হলে মাদক গ্রহণের অভিযোগ
‘আমি ছাত্রলীগ করে খেলে আসছি, এখনও খেলে দিবো’
পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ পালিয়েছে আসামি
অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে দায়বদ্ধ না: গয়েশ্বর চন্দ্র রায়
ইঞ্জিনিয়ারিং ডিগ্রির দাবিতে নোবিপ্রবির এসিসিই বিভাগের সংবাদ সম্মেলন

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝