অভিনয়ের চেয়ে ব্যক্তিজীবনের নানা গল্পে বেশি আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, প্রযোজকরা তাকে প্রেমের প্রস্তাব দিয়েছেন এবং লোভনীয় অফারও করেছেন।
মিষ্টি জান্নাত বলেন, অনেক প্রযোজকই আমার সঙ্গে প্রেম করতে চেয়েছেন। তারা সরাসরি বাজে কোনো প্রস্তাব দেননি, তবে প্রেমের অফার দিয়েছেন। কেউ কেউ গাড়ি, বাড়ি বা অর্থের প্রস্তাবও দিয়েছেন।
একটি বিশেষ ঘটনার উল্লেখ করে তিনি জানান, একজন প্রযোজক আমাকে মার্সিডিজ বেঞ্জ গাড়ি উপহার দিতে চেয়েছিলেন, যার মূল্য আনুমানিক ১ কোটি ২৫-২৬ লাখ টাকা।
এর আগে, সিনেমা জগতে তিক্ত অভিজ্ঞতার কথাও শেয়ার করেছিলেন মিষ্টি জান্নাত। তিনি বলেন, প্রযোজকরা মনে করেন, নায়িকারা তাদের সব কথা শুনবে। আমার সিনেমা প্রায় শেষের দিকে ছিল, তখন এক প্রযোজক রাতে আমাকে রুমে ডাকেন। আমি যাইনি। এরপর তিনি আমার সঙ্গে বাজে আচরণ করেন, যা আমার জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।
২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন মিষ্টি জান্নাত। পাশাপাশি তিনি একজন চিকিৎসকও।
গত বছর শাকিব খানের সঙ্গে তার বিয়ের গুঞ্জন শোনা গেলে তিনি সংবাদ সম্মেলন করে বিষয়টি গুজব বলে স্পষ্ট করেন।
কেকে/এএম