মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চরশাহী উচ্চ বিদ্যালয় এসএসসি ব্যাচ কর্তৃক আয়োজিত ‘শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫’ আয়োজন করা হয়।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) খেলাটি পরিচালনা করেন উক্ত বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক পলাশ চন্দ্র দেবনাথ, বদরুল, সিহাব।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ‘প্রাক্তন শিক্ষার্থী ফোরাম’ এর সাধারণ সম্পাদক নজির আহমেদ হারুন ।
নজির আহমেদ হারুন বলেন, লেখা পড়া বাদ দিয়ে খেলাধুলা নয়। খেলাধুলায় রয়েছে ব্যক্তিত্ব গঠনের ক্ষমতা, যা আমাদের জীবনযাত্রায় প্রতিনিয়ত এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। খেলার কোন বয়স নেই। শারীরিক খেলাধুলা এমন একটি ব্যায়াম যা শরীরের পাশাপাশি মনকে সুস্থ রাখে।
আম্মার হোসেন আসিফ এর সঞ্চালনায় প্রধান শিক্ষক মনিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় সম্মানিত শিক্ষকমন্ডলী, প্রাক্তন শিক্ষার্থী রমজান আলী সাকিব, সাইফুল ইসলাম মাহি, অপু প্রমুখ।
খেলায় ম্যান অব দ্যা ফাইনাল, সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ উইকেট শিকার, রানার্সআপ ও বিজয়ী দল কে শিরোপা প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
কেকে/ এমএস