ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর উদ্যোগে ‘ডেভলোপিং ইন্টিগ্রেটেড মাল্টিমডাল ট্রান্সপোর্ট ইনফ্রাসট্রাকচার’ শীর্ষক সেমিনার ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকার রমনায় আইইবি সদর দফতর সেমিনার হলে এ সেমিনার ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান।
এছাড়া প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিজুর সভাপতিত্বে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক. ড. এম. শামসুল হক। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন আইইবির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন আইইবির সহসভাপতি প্রকৌশলী খান মনজুর মোরশেদ।
প্রধান অতিথির বক্তব্যে ড. মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘অপচয় ও দুর্নীতির সংস্কৃতি থেকে আমাদের বের হতে হবে। অধিকাংশ প্রকল্পে অপ্রয়োজনীয় ভূমি অধিগ্রহণ করতে হয়। এমন কোনো দিন নেই চার, পাঁচটা ভূ মি অধিগ্রহণের ফাইল স্বাক্ষর করতে হয় না। অপ্রয়োজনীয় ও অতিরিক্ত ভূমি অধিগ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। আমাদের সাংস্কৃতিক দীনতা ও স্তুতির সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।’
আইইবি প্রেসিডেন্ট এবং রাজউক (এস্টেট ও ল্যান্ড ) সদস্য প্রকোশলী রিয়াজুল ইসলাম রিজু বলেন, ‘আমরা যদি যোগ্যতা অর্জন করি তবে আমাদের কাজ আমরা অবশ্যই করতে পারবো। সংস্কার বিষয়ে স্টেক হোল্ডার হিসেবে জনগণের মতামত নিতে হবে। দেশের উপযোগি সংস্কার করতে হবে। যেকোনো সংস্কারের জন্য রাজনৈতিক নেতৃত্বের সদিচ্ছা ও সুচিন্তা সবার আগে প্রয়োজন।’
মূল প্রবন্ধ উপস্থাপক অধ্যাপক. ড. এম. শামসুল হক তার বক্তব্যে বলেন, উন্নয়ন হবে সমন্বিত। আমাদের যোগযোগ ব্যবস্থার আধুনিকায়ন করতে সড়ক, রেল, নদী, বিমানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে একটি ‘সুপার মিনিস্ট্রি’র অধীনে আনতে হবে। কারিগরি মন্ত্রণালয় এবং সংস্থার প্রধানের দায়িত্বে কারিগরি জ্ঞান সম্পন্ন ও সংশ্লিষ্ট পেশায় অভিজ্ঞ ব্যক্তিদের পদায়ন নিশ্চিত করতে হবে। বিদেশী বিশেষজ্ঞ নয়, ধার করা জ্ঞানে নয়, নিজেদের জ্ঞানে ও অভিজ্ঞতায় আমাদের এগুতে হবে। অভিজ্ঞ ও স্বনামধন্য কারিগরি বিশেষজ্ঞের সমন্বয়ে প্ল্যানিং কমিশনের আমূল সংস্কার করতে হবে। তিনি ঢাকার সিটি করপোরেশনদ্বয় একীভূত করে একটি ‘মেট্রোপলিটন গভর্মেন্ট’ রুপান্তর করার পরামর্শও দেন।
এছাড়াও তিনি রাজধানী স্থানান্তরের প্রয়োজনীয়তা উল্লেখ করে জনগণের মতামত নিয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের পরামর্শ দেন।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. বদরুজ্জামান, আমলাদের পদায়নের জন্য নতুন নতুন মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা তৈরি থেকে বিরত থাকার পরামর্শ দেন। এছাড়া স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করার ওপর জোর দেওয়ার পরমর্শ দেন রাজনৈতিক বিশেষজ্ঞ ও সদস্য, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ডা.জাহেদ উর রহমান।
অধ্যাপক ড. প্রকৌশলী তানভীর মঞ্জুরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. জাহেদ উর রহমান, অধ্যাপক ড. এ. বি. এম. বদরুজ্জামান প্রকৌশলী মোহাম্মদ মাহবুব আলম, প্রকৌশলী আশিক কাদির।
সেমিনারে আরো উপস্থিত ছিলেন, আইইবি’র নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রকৌশল সংস্থার প্রকৌশলীবৃন্দ।