ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে আগানগর আমবাগিচা বৌ বাজার এলাকায় পরকীয়ার জেরে প্রেমিকের দায়ের এলোপাতাড়ি আঘাতে সীমা আক্তার (৩২) নামে এক নারী নিহত হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) রাত ৭ টার দিকে প্রেমিক ইমাম হোসেন (২৩) এর বাড়াবাড়ি আগানগর বৌ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সীমা আগানগর ছোট মসজিদ এলাকায় স্বামীর ও দুই সন্তান নিয়ে একটি ভাড়াবাড়িতে থাকতেন। ।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম
স্থানীয়রা জানান, পরকিয়া সম্পর্কের জের আজ সন্ধ্যায় সীমা ইমামের ভাড়া বাড়িতে দেখা করতে আসেন। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ইমাম হোসেন তার ঘরে থাকা ধারালো দা দিয়ে সীমাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। সীমার চিৎকার চেচামেচিতে আশপাশের লোকজন প্রেমিক ইমাম হোসেনকে আটক করে মারধর শেষে পুলিশে দেয় এবং সীমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এসময় হাসপাতালে কর্মরত চিকিৎসক সীমাকে মৃত ঘোষনা করে।
আটক ইমাম হাসানের গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশন এলাকায়, তার বাবার নাম জামাল হোসেন। সে একটি বেসরকারি কলেজের শিক্ষার্থী এবং সীমার স্বামী আক্তার হোসেনের বোনের ছেলে।
এদিকে সীমার স্বামী আক্তার হোসেন জানান, সন্ধ্যার দিকে মেয়েকে কোচিং থেকে নিয়ে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীরা আমার স্ত্রীকে কুপিয়ে তার সাথে থাকা দুই হাজার টাকা ও কানের দুল ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে আমরা প্রথমে একটি স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার জানায় আমার স্ত্রী মারা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, আগানগর বৌ বাজার এলাকায় এক গৃহবধুকে কুপিয়ে হত্যার ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, তাদের মাঝে পরকিয়া সম্পর্ক ছিলো।
কেকে/ এমএস