রাজধানী ঢাকার পুরানা পল্টনের কালভার্ট রোডের জামান টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩৫ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে আগুন।
এর আগে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ভবনটির ৪র্থ ও ৫ম তলায় আগুন লাগে। পরে বুধবার (২৬ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর জানতে পারে ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে ৫টা ৪০ মিনিটে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছায়।
ঝুঁকি বিবেচনায় ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট পাঠানো হলেও আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ৯ ইউনিট। বাকি ৫ ইউনিটের কাজ করতে হয়নি।
এদিকে তাৎক্ষণিক আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি।
কেকে/এআর