বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫,
১৪ ফাল্গুন ১৪৩১
বাংলা English

বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: বাংলাদেশের অর্থনীতি যেভাবে কামব্যাক করেছে সেটা মিরাকল: প্রেস সচিব      ‘৩ কোটির মসজিদ ১৬ কোটি টাকা, চুরির একটা উৎসব চলেছে’      জামায়াত নেতা এটিএম আজহারের আপিলের অনুমতি      চার দিনের সফরে ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব      ডাকাতি-ছিনতাই রোধে গণজাগরণ       ইসরায়েলি কারাগারে নির্যাতনে ৫৯ ফিলিস্তিনির মৃত্যু      ইসকন-আ.লীগ ক্যাডারদের পদোন্নতি দিতে তোড়জোড়      
খোলাকাগজ স্পেশাল
ডাকাতি-ছিনতাই রোধে গণজাগরণ
শরীফ আহমেদ ইমন
প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:১৮ এএম আপডেট: ২৬.০২.২০২৫ ১০:৪৮ এএম  (ভিজিটর : ৪৩)
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। ছিনতাই, চাঁদাবাজি ও ডাকাতির প্রদুর্ভাবে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। রাজধানী ঢাকাসহ সারা দেশে চলছে প্রকাশ্যে অস্ত্রের মহড়া। দিনে দুপুরে চলছে গুলি। সরকারের নেওয়া কোনো উদ্যোগেই পরিস্থিতি নিয়েন্ত্রণে আসছে না। সরকারের ব্যর্থতায় তাই সাধারণ মানুষই দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন। পাড়ায় মহল্লায় স্থানীয়রা একজোট হয়ে সন্ত্রাসীদের ধাওয়া দিচ্ছেন, কখনো বা গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করছেন। 

গত সোমবার রাজধানীতে রাতভর জনতার হাতে আটক হয়েছে বেশ কিছু পেশাদার ছিনতাইকারী। একাধিক স্থানে অস্ত্রসহ আটক হয়েছেন ছিনতাইকারীদের একাধিক দল। সেসব ঘটনার ভিডিও চিত্র ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাথ্যমে। ভিডিওতে দেখা গেছে, ছিনতাইকারীদের আটকে রেখে মারধর করছে জনতা। আটকদের থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে। রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন স্পট, মিরপুর, বাড্ডা, বেইলি রোড, উত্তরা, মান্ডা গ্রিন মডেল টাউনসহ বেশ কিছু এলাকায় স্থানীয়দের হাতে ধরা পড়েছে ডাকাত ও ছিনতাইকারী। 

গত ৮ ফেব্রুয়ারি থেকে দেশে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট। সারা দেশের সন্ত্রাসীদের গ্রেফতার করাই এ অপারেশনের উদ্দেশ্য। এরই মধ্যে এ অভিযানে ৯ হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। তাতেও উন্নতি হয়নি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি। উল্টো যৌথবাহিনীর এ অপারেশনের মধ্যেই পরিস্থিতির চরম অবনতি হয়। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন সারা দেশের মানুষ। রোববার রাতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হয়। এরপর ওইদিন রাত তিনটাই সংবাদ সম্মেলনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সব অপরাধের দায় আওয়ামী লীগের দোসরদের ওপর চাপিয়ে তিনি বলেন, যে কোনো অবস্থায় এটা প্রতিহত করবে সরকার। আইনশৃঙ্খলা বাহিনীকে টহল কার্যক্রম আরো বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। পরদিন সোমবার সাংবাদিকদের তিনি জানান, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যা পর থেকে ‘পরিস্থিতি টের’ পাওয়া যাবে। 

একই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সবাই আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ‘সিরিয়াসলি’ নিয়েছেন। এতে ঢাকাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ঢাকায় যেসব জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, সেসব জায়গায় প্যাট্রল বাড়বে। পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও নৌবাহিনীর যৌথ প্যাট্রল শুরু হবে। পুরো ঢাকা শহরে অনেক জায়গায় চেকপোস্ট (তল্লাশিচৌকি) বসবে। আইনশৃঙ্খলা নজরদারি করা হবে। এদিকে ছিনতাইরোধে পুলিশের তিনটি বিশেষায়িত ইউনিট দ্রুতই মাঠে নামবে বলে জানিয়েছেন আইজিপি বাহারুল আলম। তিনি বলেন, বিশেষ একটি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র‌্যাব ও এন্টি টেরোরিজম ইউনিট যৌথ প্যাট্রলিং করবে। আজ থেকে এটি বাস্তবায়িত হবে আশা করি। আমরা দেখি এভাবে উন্নতি হয় কিনা। না হলে আমাদের অন্য কৌশলে যেতে হবে।

রাতের ঢাকায় উদ্বেগ-আতঙ্ক : 

রাতের ঢাকা যেন ‘আতঙ্ক আর উদ্বেগে’র সমার্থক হয়ে উঠেছে। গত কয়েকদিন ধরেই ঢাকার বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই ও হামলার মতো ঘটনার খবর সামনে আসছে। এসব ঘটনায় রাজধানীবাসীর মধ্যে আতঙ্ক বাড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এসব বিষয় নিয়ে নেটিজেনরা তাদের উদ্বেগ জানাচ্ছেন। গত রোববার রাতে ঘটে যায় তিনটি ঘটনা, যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রথমটি হলো, রাজধানীর বনশ্রী এলাকায় ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে স্বর্ণ ও টাকা ছিনতাইয়ের ঘটনা। দ্বিতীয়টি ধানমন্ডির শংকরে একটি স্কুলের গলিতে ধারালো অস্ত্র নিয়ে মহড়ার কথা জানিয়ে ডাকাত আতঙ্কের বিষয়ে মসজিদের মাইকে এলাকাবাসীকে সতর্ক করার ঘটনা। অন্য ঘটনাটি ঘটে রাজধানীর আদাবর শেখেরটেক এলাকায়। সেখানে এক রিকশা আরোহী ছিনতাইকারীর কবলে পড়েন। 

বনশ্রীতে মশাল মিছিল : 

সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রাজধানীর বনশ্রী এলাকায় মশাল মিছিল করেছে স্থানীয়রা। গত সোমবার রাত ৯টায় ‘রামপুরা ছাত্র-জনতা’র ব্যানারে বনশ্রী এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলকারীরা জানান, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নিরাপত্তাহীনতা, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে এই মিছিলের আয়োজন করা হয়েছে। 

দেশব্যাপী র‌্যাবের ২১৮ টহল দল :

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের গ্রেফতার করতে দেশব্যাপী ২১৮টি টহল দল মোতায়েন এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার রাত থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ যে কোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে দেশব্যাপী র‌্যাব ফোর্সেসের অভিযানিক কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে ঢাকায় র‌্যাবের ৬৯টি টহল, ঢাকার বাইরে ১৪৯টি টহলসহ সারা দেশে সর্বমোট ২১৮টি টহল মোতায়েন এবং সাদা পোশাকে র‌্যাবের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। যে কোনো সময় সহযোগিতা পেতে র‌্যাব কন্ট্রোল রুমের হটলাইন নাম্বারে মোবাইল (০১৭৭৭৭২০০২৯) জানানোর আহ্বান জানানো হয়েছে। 
 
আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতিতে একগুচ্ছ সিদ্ধান্ত :

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সার্বিক পরিস্থিতি আরো উন্নত করতে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটি। গৃহীত সিদ্ধান্তগুলো রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশি চৌকি বাড়াতে হবে। অপরাধ প্রবণ এলাকায় টহল সংখ্যা বাড়ানো হবে। বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশের বিভিন্ন ইউনিট, বিজিবি সদস্যদের সমন্বয়ে যৌথবাহিনী গঠন করে টার্গেট এলাকায় জোরদার অপারেশন পরিচালনা করা হবে। রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে নৌবাহিনীর একটি অতিরিক্ত প্যাট্রল এবং কিছু এলাকায় কোস্টগার্ডের একটি অতিরিক্ত প্যাট্রল নিয়োজিত থাকবে। ডিএমপির পুলিশ সদস্য, বিজিবি, আনসার ও বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যদের জন্য মোটরসাইকেল ক্রয় করা হবে, যাতে করে তাৎক্ষণিকভাবে অলিগলিতে টহল দিয়ে অপরাধীদের পাকড়াও করা যায়। ছিনতাইকারী ও ডাকাতরা অবস্থান করতে পারে এমন সম্ভাব্য স্থানগুলোতে কম্বাইন্ড অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হবে। ঢাকা শহরের বাইরে, বিশেষ করে টঙ্গি, বসিলা, কেরানীগঞ্জ এবং মুন্সীগঞ্জ এলাকায়ও আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক টহল বাড়ানো হবে।
 
কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

হবিগঞ্জে বন্দুক ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার
বাংলাদেশের অর্থনীতি যেভাবে কামব্যাক করেছে সেটা মিরাকল: প্রেস সচিব
কাপাসিয়ায় সরকারি কর্মচারী সমিতির কমিটি গঠন
কিশোরগঞ্জে কৃষক হত্যা মামলায় ১৩ জনের যাবজ্জীবন
সিরাজগঞ্জে দরিদ্র পরিবারের মাঝে সেহরি ও ইফতারসামগ্রী বিতরণ

সর্বাধিক পঠিত

‘আমি ছাত্রলীগ করে খেলে আসছি, এখনও খেলে দিবো’
মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
কৃত্রিম আলোয় ড্রাগন চাষে তিন বন্ধুর বাজিমাত
সালথা থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার
তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে অজু করে নেবেন: বুলু

খোলাকাগজ স্পেশাল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝