তারুণ্যের অঙ্গীকার, জনসেবায় স্থানীয় সরকার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বার্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর পরিবেশে গাজীপুরের কাপাসিয়ায় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাসনীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মো. নূরুল আমিন, উপজেলা কৃষি অফিসার সুমন কুমার বসাক, উপজেলা প্রকৌশলী বেলাল আহমেদ সরকার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার দিলারা আক্তার মনি।
এছাড়া অরো উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, জনস্বাহ্য প্রকৌশল অধিদপ্তর কাপাসিয়ার সহকারী প্রকৌশলী মো.রেজাউর রহমান, সাংবাদিক নূরুল আমীন সিকদার, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো.মনির হোসেন প্রমুখ।
কেকে/এএস