চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার যাদবপুর গ্রাম থেকে পাচারকালে দুই বাংলাদেশী নাবালিকাকে উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (৫৮ বিজিবি) সদস্যরা। এ সময় শরিফুল ইসলাম (৪৫) নামের এক পাচারকারীকে আটক করা হয়।
মঙ্গলবার ২৫(ফেব্রয়ারী) রাত ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান বিজিবি।
আটককৃত পাচারকারী পাশ্ববর্তী জেলার মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়নের পেঁপুলবাড়িয়ার গ্রামের মলুক চাঁদ মন্ডলের ছেলে এবং উদ্ধার হওয়া দুই নাবালিকার বাড়ি ঢাকা জেলায়। তাদের একটি সংস্থার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।
সংবাদ বিজ্ঞাপ্তিতে জানানো হয়, মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে গোপন তথ্যের মাধ্যমে তারা জানতে পারে, উপজেলার যাদবপুর গ্রামের মধ্যে ভারতে পাচার হতে যাওয়া দুই জন নাবালিকা একটি বাড়িতে আশ্রয় নিয়েছে। এই সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে বেনীপুর ও কুসুমপুর বিওপি’র দুটি দহল দল সেখানে উপস্থিত হয়ে নাবালিকা মেয়ে দুটিকে উদ্ধার করে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, পাচার হওয়ার সময় তারা চিৎকার করলে পাচারকারীরা তাদের রেখে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র টহল দল জানতে পারে যে, স্থানীয় জনসাধারন শরিফুল নামক একজন পাচারকারী দলের দালালকে আটক করে মারধর করছে। উক্ত সংবাদ প্রাপ্তির সাথে সাথে বেনীপুর বিওপির টহল দল তাকে উদ্ধার করে বিজিবি’র হেফাজতে নেয়। আটককৃত মোঃ শরিফুল ইসলামকে উক্ত নাবালিকাগন সনাক্ত করে এবং গ্রামবাসীদের কাছ থেকে জানা যায়, পাচারকারী দলের প্রধান হোতা হচ্ছে সাত্তার নামক যাদবপুর গ্রামের বাসিন্দা।
বিজিবি আরো জানায়, আটককৃত ও পলাতক সাত্তারের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধার হওয়া নাবালিকাকে একটি সংস্থার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়।
কেকে/এআর