বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫,
১৪ ফাল্গুন ১৪৩১
বাংলা English

বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: রণাঙ্গনের যোদ্ধারাই ‘মুক্তিযোদ্ধা’, বাকিরা সহযোগী      জুলাই আন্দোলনে আহতদের যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী      বাংলাদেশের অর্থনীতি যেভাবে কামব্যাক করেছে সেটা মিরাকল: প্রেস সচিব      ‘৩ কোটির মসজিদ ১৬ কোটি টাকা, চুরির একটা উৎসব চলেছে’      জামায়াত নেতা এটিএম আজহারের আপিলের অনুমতি      চার দিনের সফরে ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব      ডাকাতি-ছিনতাই রোধে গণজাগরণ       
গ্রামবাংলা
জীবননগর সীমান্তে পাচারের সময় দুই নাবালিকা উদ্ধার, পাচারকারী আটক
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৩৪ পিএম  (ভিজিটর : ৫০)
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার যাদবপুর গ্রাম থেকে পাচারকালে দুই বাংলাদেশী নাবালিকাকে উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (৫৮ বিজিবি) সদস্যরা। এ সময় শরিফুল ইসলাম (৪৫) নামের এক পাচারকারীকে আটক করা হয়। 

মঙ্গলবার ২৫(ফেব্রয়ারী) রাত ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান বিজিবি। 

আটককৃত পাচারকারী পাশ্ববর্তী জেলার মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়নের পেঁপুলবাড়িয়ার গ্রামের মলুক চাঁদ মন্ডলের ছেলে এবং উদ্ধার হওয়া দুই নাবালিকার বাড়ি ঢাকা জেলায়। তাদের একটি সংস্থার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।

সংবাদ বিজ্ঞাপ্তিতে জানানো হয়, মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে গোপন তথ্যের মাধ্যমে তারা জানতে পারে, উপজেলার যাদবপুর গ্রামের মধ্যে ভারতে পাচার হতে যাওয়া দুই জন নাবালিকা একটি বাড়িতে আশ্রয় নিয়েছে। এই সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে বেনীপুর ও কুসুমপুর বিওপি’র দুটি দহল দল সেখানে উপস্থিত হয়ে নাবালিকা মেয়ে দুটিকে উদ্ধার করে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, পাচার হওয়ার সময় তারা চিৎকার করলে পাচারকারীরা তাদের রেখে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র টহল দল জানতে পারে যে, স্থানীয় জনসাধারন শরিফুল নামক একজন পাচারকারী দলের দালালকে আটক করে মারধর করছে। উক্ত সংবাদ প্রাপ্তির সাথে সাথে বেনীপুর বিওপির টহল দল তাকে উদ্ধার করে বিজিবি’র হেফাজতে নেয়। আটককৃত মোঃ শরিফুল ইসলামকে উক্ত নাবালিকাগন সনাক্ত করে এবং গ্রামবাসীদের কাছ থেকে জানা যায়, পাচারকারী দলের প্রধান হোতা হচ্ছে সাত্তার নামক যাদবপুর গ্রামের বাসিন্দা। 

বিজিবি আরো জানায়, আটককৃত ও পলাতক সাত্তারের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধার হওয়া নাবালিকাকে একটি সংস্থার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

রণাঙ্গনের যোদ্ধারাই ‘মুক্তিযোদ্ধা’, বাকিরা সহযোগী
ছাত্র হত্যা মামলায় যুবলীগ নেতা শাখাওয়াত গ্রেফতার
ফ্রীপ প্রকল্পের অর্থায়নে নবীনগরে সূর্যমুখীর হাসিতে কৃষকের সমৃদ্ধি
জুলাই আন্দোলনে আহতদের যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
ফুলবাড়ীতে ডাকাতসহ গ্রেফতার ১২

সর্বাধিক পঠিত

‘আমি ছাত্রলীগ করে খেলে আসছি, এখনও খেলে দিবো’
মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
কৃত্রিম আলোয় ড্রাগন চাষে তিন বন্ধুর বাজিমাত
সালথা থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার
অপরাধ রুখতে ‘উত্তরা গণপ্রতিরোধ বাহিনীর’ রাতভর টহল

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝