মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে দেশব্যাপী চুরি, ডাকাতি, ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার বেশনাল চৌরাস্তায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বেশনাল চৌরাস্তা থেকে শুরু হয়ে কামারখাড়া বাজারে এসে শেষ হয়।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানায়, বাসের মধ্যে ধর্ষণ, শহিদ মিনারে ফুল দিতে গিয়ে শিশু ধর্ষণ, মায়ের সামনে মেয়ে ধর্ষণ, ভাইয়ের সামনে বোন ধর্ষণ, স্বামীর সামনে স্ত্রী ধর্ষণ হচ্ছে এই কি তাহলে আমাদের ২৪-এর স্বাধীনতা। প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে শিক্ষার্থীরা আরো বলেন, চুরি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ বেড়েই চলছে অথচ প্রশাসন শান্ত।
পুলিশের কোনো ভূমিকাই নেই। পুলিশ বেতন তুলছে আর বাসায় বসে বসে খাইতাছে আর ঘুমাইতাছে। তারা আরো জানায়,৫ আগস্টের পর থেকে দেশের আইনশৃঙ্খলা দিনাদিন বিঘ্নিত হচ্ছে।
এজন্য প্রশাসনের কাছ থেকে কঠিন জবাবদিহিতা চাই। প্রশাসনের কাজ কি শুধু থানায় বসে চা পান করা। আর এই সরকার যদি জনগণের নিরাপত্তা না দিতে পারে তাহলে আমরা আবারো রাজপথে নামব বলে হুঁশিয়ারি দেন।
দিঘিরপাড় ছাত্র-সমাজের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্রপ্রতিনিধি আব্দুল আলিম, সাজিদ ইসলাম, সাইফুল ইসলাম হিমেল খান, আনন্দ, সোহাগ শেখসহ দিঘিরপাড় ও কামারখাড়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় জনতা।
কেকে/এএস