কক্সবাজার বন বিভাগের উদ্যোগে গাছ সুরক্ষা দিবস উপলক্ষ্যে পেরেক অপসারণ কর্মসূচি পালিত হয়েছ।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে কক্সবাজারের গুণ গাছতলা থেকে র্যালির মধ্য দিয়ে বিভিন্ন প্রজাতির গাছ থেকে পেরেক অপসারণ কার্যক্রম শুরু হয়।
কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা, মো. মারুফ হোসেনের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসেন সজীব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজমুল সাকিব।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কক্সবাজারের বিভিন্ন বন বিভাগের সহকারী বন সংরক্ষক, রেঞ্জ কর্মকর্তা, বিট কর্মকর্তা, অফিসের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ও গণমাধ্যমকর্মীসহ কক্সবাজারের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।
কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. মারুফ হোসেন জানান, গাছ সুরক্ষা দিবস উপলক্ষ্যে কক্সবাজারের ভুল গাছতলাসহ ঐতিহ্যবাহী গাছগুলো রয়েছে সেগুলো থেকে পেরেক অপসারণ করা হয়েছে। আমরা চাই গাছ যেমন আমাদের অক্সিজেন দেয়, ঠিক তেমনি তাদের সুরক্ষা প্রদান করা আমাদের নৈতিক দায়িত্ব। আশা করছি দেশের সবাই গাছ সুরক্ষায় এগিয়ে আসবে।
কেকে/এএস