লালমনিরহাট আদিতমারী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২৬ থেকে ২৮ ফেব্রুয়ারি ৩ দিনব্যাপী কৃষি মেলার শুভ উদ্বোধন করা হয়।
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) তিন দিন ব্যাপী মেলা উদ্বোধন করেন প্রধান অতিথি উপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, লালমনিরহাট ড.মোঃ সাইখুল আরেফিন।
উপজেলা নির্বাহী অফিসার নুর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ওমর ফারুক। এ সময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত কৃষি অফিসার হুমায়ুন কবীর, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুস সালাম নিরব ও জোবায়ে ফেরদৌস সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষক-কৃষানী ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
মেলায় ১১স্টলে গোল আলু, মিষ্টি আলু, কাসাভা, মুখি কচু, লতি কচু, গাছ আলু, মান কচু, পানি কচু বিভিন্ন ধরনের কন্দাল ফসলের মেলায় প্রদর্শন করা হয়েছে।
কেকে/এআর