সিরাজগঞ্জে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দুই'শ অসহায় দরিদ্র পরিবারের মাঝে সেহরি ও ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২৬ ফ্রেব্রুয়ারি) দুপুরে হোসেনপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রায় সোয়া ৩ লাখ টাকার সেহরি ও ইফতারসামগ্রী বিতরণ করেছে মানবিক সংগঠন সুখপাখি।
সেহরি ও ইফতারসামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল ১৫ কেজি চাউল, ৩ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ২ কেজি মসুরের ডাল, ১ কেজি ছোলা ও ১ লিটার তেল যার মূল্য ১ হাজার ৫'শ ৪৭ টাকা।
সুখপাখির সেহরি ও ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ খান হাসান।
আরো উপস্থিত ছিলেন সুখপাখির প্রতিষ্ঠাতা পরিচালক মো. রজব আলী, সহপ্রতিষ্ঠাতা পরিচালক রাসেল রহমান, এলাকার মুরব্বি মো. মঞ্জুরুল হাসান, সুখপাখির উপদেষ্টা বাবু আহমেদ, সদস্য কামরুজ্জামান স্বপন, আবদুল হাকিম সহসংগঠনের ছেলে ও নারী স্বেচ্ছাসেবকরা।
২০১৮ সাল থেকে সুখপাখি সমাজ উন্নয়ন ও প্রান্তিক জনগোষ্ঠীসহ অসহায় হতদরিদ্র মানুষের মাঝে নানাবিধ মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
কেকে/এএস