গাজীপুর কাপাসিয়ায় বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি (১৭-২০) গ্রেডভুক্ত কাপাসিয়া উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার হ্যাপী ফ্যামিলি হাসপাতাল মোড়ে ত্রিবার্ষিক নির্বাচন (২০২৫-২৭) ও সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
নির্বাচিতরা হলেন, সভাপতি আলহাজ নাছির উদ্দিন, সিনিয়র সহসভাপতি রাশেদুল কবির, সহসভাপতি আসলাম হোসেন, হাফিজ উদ্দিন, মঞ্জুর হোসেন, সোহেল রানা, মোস্তাফিজুর রহমান, আব্দুর রহমান খান, সাধারণ সম্পাদক হাদিউল ইসলাম হিরণ, যুগ্ম সম্পাদক আসাদুল্লাহ, রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জহিরুল আকন্দ, সহসাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক শহীদুল্লাহ্, অর্থ সম্পাদক আজারুল ইসলাম, প্রচার সম্পাদক আবুল কাশেম।
মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির কাপাসিয়া উপজেলা শাখা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুল রহমান পেরা। প্রধান বক্তা ছিলেন যুবদল কাপাসিয়া উপজেলা সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন, বিশেষ অতিথি বিএনপি তরগাঁও ইউনিয়ন সভাপতি বদরুজ্জামান বেপারী, বিএনপি তরগাঁও ইউনিয়ন সাধারণ সম্পাদক আরিফুর রহমান (সোহাগ বেপারী)।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ, কাপাসিয়া উপজেলা শাখার সভাপতি নূরে আলম, বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ শ্রীপুর উপজেলা শাখা সভাপতি আনিসুর রহমান, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ গাজীপুর জেলা শাখার সিনিয়র সহসভাপতি জিয়াউল হক, বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোমেন উদ্দিন প্রমুখ।
কেকে/এএস