দিনাজপুরের ফুলবাড়ীতে অপারেশন ডেভিল হান্ট অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত মোস্তাকিম (৪২) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মোস্তাকিমের (৪২) বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ডাকাতিসহ মোট ১৪টি মামলা রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল।
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক, জুয়ারি, চোর-ডাকাতসহ বিভিন্ন মামলার মোট ১২ আসাসিকে গ্রেফতার করেছে। এদের মধ্যে উপজেলার কাজিহাল ইউনিয়নের চকিয়াপাড়া গ্রামের আইন উদ্দিনের ছেলে কুখ্যাত ডাকাত মোস্তাকিম (৪২)। ইতোপূর্বে তার বিরুদ্ধে চুরি-ডাকাতিসহ ১৪টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত অন্য আসামিরা হলেন, নবাবগঞ্জ উপজেলার মৃত আজিজ উদ্দিন মন্ডলের ছেলে রবিউল ইসলাম (৪৪), একই উপজেলার আব্দুস সালামের ছেলে নুর আমিন (২০), উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর মালিপাড়া গ্রমের আলাচান মিয়ার ছেলে আমিনুল ইসলাম (২৫), পৌর এলাকার পশ্চিম গৌড়ীপাড়া গোমের শহিদুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৯), একই গ্রামের লোকমান আলীর ছেলে পারভেজ (২৭), মোজাম্মেল হকের ছেলে মোরশেদ আলম (৩০), মৃত সোলেমান মন্ডলের ছেলে রফিকুল ইসলাম (৪১), হাছান আলীর ছেলে ইউনুস আলী (৫৫), মৃত কামাল উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম লাল বাবু (৫০), শিবনগর ইউনিয়নের দেবীপুর গ্রামের মৃত কুমির উদ্দিন সর্দারের ছেলে আমিনুল হক সর্দার (৫৯), কাজিহাল ইউনিয়নের বাজনাপাড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৪৭)। তাদের বিরুদ্ধে মাদক মামলা রয়েছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল বলেন, মঙ্গলবার রাতভর অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ডাকাতসহ ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। ওই ডাকাত সদস্যের বিরুদ্ধে ইতোপূর্বেও ১৪টি চুরি ডাকাতি মামলা রয়েছে। বাকিদের মাদক মামলায় গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
কেকে/এএম