বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫,
২০ চৈত্র ১৪৩১
বাংলা English

বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
শিরোনাম: মিয়ানমারে যুদ্ধবিরতির ঘোষণা জান্তার      বাংলাদেশি পণ্যে ট্রাম্পের ৩৭% শুল্ক আরোপ      আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা       আমরা কখনোই বলিনি আগে নির্বাচন পরে সংস্কার: মির্জা ফখরুল      প্রতিদিন দোয়া পড়ে শুটিং সেটে যেতাম: নুসরাত       চীনে ড. ইউনূসের যে বক্তব্যে ভারতে তোলপাড়      ট্রাম্পের কাছে বিন্দু পরিমাণ ছাড় পাচ্ছে না ভারত      
গ্রামবাংলা
ফ্রীপ প্রকল্পের অর্থায়নে নবীনগরে সূর্যমুখীর হাসিতে কৃষকের সমৃদ্ধি
মো. আমজাদ হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:২০ পিএম  (ভিজিটর : ১১৮)

সূর্যমুখী যেমন সৌন্দর্যের প্রতীক হিসেবে পুলকিত করে, ঠিক তেমনি ফুলের বীজ থেকে উৎপাদিত হয় উৎকৃষ্ট মানের তেল। খাবার তেলের চাহিদা মেটাতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এই মৌসুমে সূর্যমুখী ফুলের চাষ হয়েছে প্রায় ৩০ বিঘা। চলতি মৌসুমে উপজেলায় প্রায় ৬ টন সূর্যমুখীর বীজ উৎপাদন হবে বলে আশা করছে কৃষি বিভাগ। সূর্যমুখীর বীজ পশুখাদ্যে ব্যবহৃত হয়, তা ছাড়া স্থানীয় পর্যায়ে সরিষার ঘানিতে সূর্যমুখীর বীজ থেকে তেল উৎপাদন করা যায়। সূর্যমুখীর বীজ চাহিদার তুলনায় বাজারে যোগান অপ্রতুল। আগামীতে সূর্যমুখীর চাষ আরো বাড়বে বলে আশা করছে কৃষক।

নবীনগর উপজেলার শিবপুর, লাউরফতেহপুর, শ্রীরামপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় প্রায় ৫০ বিঘা জমিতে আরডিএস ২৭৫ জাতের সূর্যমুখী চাষ করা হয়েছে। কৃষি বিভাগের সার্বিক তত্বাবধানে সরকারের ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি অ্যাসিসট্যান্স প্রজেক্টের (ফ্রীপ) অর্থায়নে চাষীদের উদ্বুদ্ধ করতে বিনামূল্যে সরবরাহ করা হয়েছে সার, বীজ ও নগদ অর্থ।

এক বিঘা জমি থেকে ছয় থেকে সাত মন সূর্যমুখীর বীজ পাওয়া যাবে বলে জানিয়েছে চাষিরা। উৎপাদিত বীজ দিয়ে তেল ছাড়াও পাওয়া যাবে খৈল। অবশিষ্ট গাছ ব্যহার করা যাবে জ্বালানির কাজে। ৯০ থেকে ১০৫ দিনের মধ্যেই কৃষকরা সূর্যমুখী ফুল থেকে বীজ ঘরে তুলতে পারবেন। ভিটামিন সমৃদ্ধ সূর্যমুখীর তেলে কোলেস্টোরেলের পরিমান খুবই কম।

ফতেহপুর গ্রামের কৃষক ঝর্ণা বেগম বলেন, কৃষি কর্মকর্তাদের উৎসাহে সূর্যমুখী চাষ করেছেন তিনি। সরকারিভাবে ফ্রীপ প্রকল্পের আওতায় বীজ, সার, বালাইনাশক, নগদ আর্থিক সহায়তা পেয়েছি। আবহাওয়া ভালো থাকলে ভালো ফলন পাওয়া যাবে।

তিনি আরো বলেন, সূর্যমুখী বীজের কাঙ্ক্ষিত দাম পেলে ধান চাষের তুলনায় অন্তত তিন গুণ লাভ হবে।

ঝর্ণা বেগমের মতো লাউর ফতেহপুর ইউনিয়নে বিভিন্ন এলাকায় সূর্যমুখী চাষাবাদে আগ্রহী হচ্ছেন কৃষকেরা। তাদের অনেকেই সরিষা চাষের পরিবর্তে সূর্যমুখী চাষ করছেন। অনেকে চাষাবাদ করছেন পরিত্যক্ত জমিতে।

শ্রীরামপুর ইউনিয়নের কৃষক জামির জানান, উপসহকারী কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেনের পরামর্শে ফ্রীপ প্রকল্পের আওতায় এই বছর দুই বিঘা জমিতে সূর্যমুখীর আবাদ করেছি। ইতোমধ্যে ফুল এসেছে, সম্পূর্ণ বীজ তেল হিসেবে বাজারজাত করা হবে। ফলন ভালো হলে আগামী বছরে ১০ বিঘা জমিতে আবাদের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

উপসহকারী কৃষি অফিসার ইকরামুল হক জানান, কৃষকদের নতুন ফসলে আগ্রহ বাড়ছে। পোকামাকড় এবং রোগ বালাইয়ের আক্রমণ হলে সাথে সাথে পরামর্শ প্রদান করছি, আবহাওয়া এক মাস ভালো থাকলে বাম্পার ফলন হবে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম লিটন জানান, সূর্যমুখীর বীজে ৪০-৪৫% লিনোলিক এসিড রয়েছে। তা ছাড়া এতেলে ক্ষতিকারক ইরোসিক এসিড নেই। হৃদরোগীদের জন্য সূর্যমুখীর তেল খুবই উপকারী।সূর্যমুখী সাধারণত সব মাটিতেই জন্মে। তবে দো-আঁশ মাটি সবচেয়ে বেশি উপযোগী। ৯০-১১০ দিনের মধ্যে ফসল তোলা যায়

উপজেলা কৃষি অফিস কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নবীনগর উপজেলায় ৫০ বিঘা জমিতে সূর্যমুখীর আবাদ হয়েছে। বীজের সংকট না হলে ১০০ বিঘা আবাদ করার সুযোগ ছিল।.

কেকে/এএম





মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বান্দরবানে সাংগ্রাই ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণ
মিয়ানমারে যুদ্ধবিরতির ঘোষণা জান্তার
বিএনপির রাজনীতি ক্ষমতার জন্য নয়: ওবায়দুর রহমান চন্দন
বাংলাদেশি পণ্যে ট্রাম্পের ৩৭% শুল্ক আরোপ
ইয়াবা বিক্রিতে বাধা, দফায় দফায় সংঘর্ষে আহত ২৫

সর্বাধিক পঠিত

বোচাগঞ্জে জহুরা ইন্ডাষ্ট্রিজের নিরাপত্তা কর্মীদের বেধে ১১টি গরু চুরি
ধলেশ্বরী নদীতে অশ্লীল নৃত্য দেশি অস্ত্রের প্রদর্শনী, গ্রেফতার ১৫
বাঞ্ছারামপুরে আওয়ামী দোসরদের পুনর্বাসনের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন
ভাঙ্গায় আধিপত্য বিস্তারের জেরে পৃথক স্থানে সংঘর্ষে আহত ৩০
গজারিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে আহত ৮

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close