বৈষম্যবিরোধী আন্দোলনে সংগঠিত ছাত্র হত্যা মামলায় কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য, ফেনী জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও ফেনী পৌরসভার সাবেক কমিশনার শাখাওয়াত হোসেন ভূঁইয়াকে গ্রেফতার দেখিয়ে কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) ফেনী জজ কোর্টের বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। ফেনী কোর্টের পুলিশ পরিদর্শক বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ফেনীর যৌথবাহিনীর সদস্যরা তাকে তার ফেনী পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ভূঁইয়া বাড়ি থেকে গ্রেফতার করে।
উল্লেখ্য, জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ছাত্র হত্যার ঘটনায় গত ২১ জানুয়ারি লালবাগ থানায় তার বিরুদ্ধে মামলাটি নথিভুক্ত হয়। শেখ হাসিনাকে প্রধান আসামি করে দায়ের করা ওই মামলায় ২১ নম্বর আসামি ছিলেন যুবলীগ নেতা শাখাওয়াত হোসেন ভূঁইয়া।
কেকে/এএম