বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫,
১৫ ফাল্গুন ১৪৩১
বাংলা English

বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: রুয়েট ছাত্রলীগের সভাপতি-সম্পাদক আজীবন বহিস্কার, ৪৪ জনকে শাস্তি      ডিসেম্বরকে সামনে রেখেই নির্বাচনের প্রস্তুতি চলছে: ইসি আনোয়ার      বিগত সরকার জ্বালানি খাতকে চুরির কারখানা বানিয়েছে      ছাত্রদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ       তথ্য উপদেষ্টা হলেন মাহফুজ আলম      রণাঙ্গনের যোদ্ধারাই ‘মুক্তিযোদ্ধা’, বাকিরা সহযোগী      জুলাই আন্দোলনে আহতদের যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী      
প্রিয় ক্যাম্পাস
রাবি শিক্ষার্থীর বিরুদ্ধে রাসুল (স.)-কে অবমাননার অভিযোগ, পুলিশে সোপর্দ
রাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:১২ পিএম  (ভিজিটর : ৪৬)
ফাইল ছবি

ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর বিরুদ্ধে ফেসবুকে রাসুল (স.) সম্পর্কে অবমাননকর পোস্ট শেয়ার করার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি জানাজানি হলে ওই শিক্ষার্থীর কক্ষে গিয়ে প্রতিবাদ জানান কিছু শিক্ষার্থী। পরে তাকে পুলিশে সোপর্দ করার পাশাপাশি তার হলের আবাসিকতা বাতিল করেছে হল প্রশাসন।

ওই শিক্ষার্থীর নাম সাগর হোসাইন। তিনি সমাজকর্ম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। মাদার বখস্ হলের ৩য় ব্লকের ১৫৮ নম্বর কক্ষে থাকতেন তিনি।
 
মাদার বখস্ হলের প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, সাগর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর একটি পোস্ট শেয়ার করেছেন।

মঙ্গলবার রাতে বিষয়টি জানাজানি হলে তার কক্ষে গিয়ে সাগরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন কিছু আবাসিক শিক্ষার্থী। পরে হল প্রশাসন ও প্রক্টরিয়াল বডি সেখানে উপস্থিত হন। একপর্যায়ে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

একটি স্ক্রিনশটে দেখা যায়, সাগর ‘আসাদ নুর’ নামে একটি ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের একটি পোস্ট শেয়ার করেছেন। ওই পোস্টে জনবানী নামে একটি অনলাইন পোর্টালের করা একজন হুজুরের চার বউ ও সন্তানাদি নিয়ে করা একটি ভিডিও নিউজ যুক্ত করা রয়েছে।

পোস্টের ক্যাপশনে লেখা, ‘সকল ফ্লেভার, সকল রঙের স্ত্রী আছে এই আল্লার বান্দার! এদের মানসিকতা একবার ভাবুন! তার নবির মতই নির্লজ্জ এই পুরুষগুলো নারীদেরকে ভোগ্যবস্তু বা সেক্স টয় মনে করে।’

আসাদ নুরের ওই পোস্ট শেয়ার করে সাগর হোসাইন ক্যাপশনে লিখেছেন, ‘কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে।’

তবে, বুধবার দুপুরে সাগরের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করা ওই পোস্টটি আর পাওয়া যায়নি।

মাদার বখস্ হলের কয়েকজন শিক্ষার্থী জানান, পরিস্থিতি উত্তেজনাকর হতে দেখে রাতেই পোস্টটি ডিলিট করে দিয়েছেন সাগর।

এ বিষয়ে মাদার বখস্ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শাহ হুসাইন আহমাদ মাহদী বলেন, অভিযোগের বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি। তার হলের আবাসিকতা বাতিল করা হয়েছে এবং পরবর্তী ব্যবস্থা নিতে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক গিয়াস উদ্দিন, বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, ওই শিক্ষার্থী আমাদের হেফাজতে রয়েছেন। এখনো লিখিত কোনো অভিযোগ কেউ জানায়নি। অভিযোগ জানালে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

কেকে/এএম






মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সোনারগাঁয়ে ডাকাতির কবলে কুয়েত প্রবাসি
ছাত্রদের কেন্দ্রীয় কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা বেসরকারি শিক্ষার্থীদের
চলমান সন্ত্রাস ও নারী অবমাননার বিরুদ্ধে ছাত্র জনতার মশাল মিছিল
রুয়েট ছাত্রলীগের সভাপতি-সম্পাদক আজীবন বহিস্কার, ৪৪ জনকে শাস্তি
ডিসেম্বরকে সামনে রেখেই নির্বাচনের প্রস্তুতি চলছে: ইসি আনোয়ার

সর্বাধিক পঠিত

কেরানীগঞ্জে আলকাতরা কাণ্ডের সেই মেম্বার হলেন চেয়ারম্যান
আনোয়ারায় কিশোর গ্যাং লিডার বাবু আটক
নীলফামারী জেলা ক্যাবের উদ্যোগে ভোক্তা অধিকার সংরক্ষণের সেমিনার অনুষ্ঠিত
সাতকানিয়ায় ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক
ছাত্রদল চাইলে কোনো গুপ্ত সংগঠনের অস্তিত্ব থাকবে না: ছাত্রদল সভাপতি

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝