বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে পেতাইন্না ছড়া এলাকায় অবৈধ বালু মহলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব। এই অভিযানে সার্বিক সহায়তা করেন বাংলাদেশ সেনাবাহিনী, ইয়াংছা ক্যাম্প এবং লামা থানা পুলিশ।
এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫ (১) ধারা মোতাবেক ৫ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। অভিযুক্তরা হলো মো. জমির (৪০) ও মো. আব্দুস সালাম (৫৫) নামক দুই ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড এবং মো. মিজানুর রহমান (৩৫), সাদ্দাম হোসেন (২৫), নুরুল আমিন (২৭) নামক তিনজনকে ২ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
লামা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব বলেন, লামায় নির্বিচারে পাহাড় কাটা, পাথর ও বালু উত্তোলনে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। এ ব্যাপারে প্রশাসন জিরো টলারেন্সে। পেতাইন্না ছড়া এলাকায় অবৈধ বালু মহলে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ জন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে, এই অভিযান চলমান থাকবে।
কেকে/এএম